ভবদহে কিস্তি আদায় বন্ধের দাবিতে এবার ডিসি’র বরারব স্মারকলিপি
নওয়াপাড়া অফিস ভবদহ জলাবদ্ধ এলাকায় এন জি ও ঋণের সাপ্তাহিক ও মাসিক কিস্তি নিয়ে চরম বিপর্যয়ে পড়েছে ভুক্তভোগিরা। এ বছর ভয়াবহ জলাবদ্ধতার দরুন এলাকার লোকজন দিশেহারা হয়ে পড়েছে। মাছের ঘের, ফসলের ক্ষেত ডুবে যাওয়ায় লোকজন বেকার সময় পার করছে। বিষয়টি নিয়ে পত্র-পত্রিকায় একাধিক লেখা প্রকাশিত হয়েছে। এলাকাবাসি তিন মাস কিস্তি বন্ধের দাবিতে সভা সমাবেশ ও মানববন্ধন করেছেন। কিন্তু এখনো বন্ধ হয়নি এনজিওদের কিস্তি আদায়। এতে করে কিস্তি নিয়ে আন্দোলন জোরদার হচ্ছে। এলাকাবাসী তিন মাস কিস্তি আদায় বন্ধ, কৃষি ও মৎস্য ঋণের সুদ মওকুফের দাবিতে রবিাবার(২০/১০/২৪) অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের নিকিট স্মারক লিপি দিয়েছেন। স্থানীয় সমাজিক পরিষদ অপরাজেয় সামজিক পরিষদের উদ্যোগে ৮২ জন স্মারকলিপিতে উল্লেখিত দাবির প্রতি সহমত পোষন করে গণস্বাক্ষর করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুপস্থিতিতে স্মারকলিপি গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার হিসাব সহকারি ইমদাদুল শেখ। এসময় উপস্থিত ছিলেন অপরাজেয় সামাজিক পরিষদের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ আব্দুল কুদ্দুস, কমিটির কর্মকর্তা আব্দুস ছামাদ আজাদ,আব্দুল কালাম সরদার, আব্দুল খালেক সরদার, হাসান আলী সরদার, অঞ্জন কুমার বাবল, চন্দন দত্ত, রাকিবুল হাসান রাসেল, অলোক দাস, ইকরাম হোসেন, সাকিবুল ইসলাম, স্বপন কুমার ধর প্রমুখ।
আপনার অনুভূতি কী?