ভবদহ জলাবদ্ধ মানুষের সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রিয়ব্রত ধর,নওয়াপাড়াঃ জলাবদ্ধ সুন্দলী এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার দীনব্যাপী এ ক্যাম্পে প্রায় দুইশত ৫০ জন রোগীর সেবা দেওয়া হয়। জাতীয় কৃষক খেতমজুর সমিত, যশোর ও ভবদহ পানি নিষ্কাশণ সংগ্রাম কমিটির যৌথ আয়োজনে এবং ডক্টরস প্লাটফর্ম ফর পিপুল হেল্থের সহযোগিতায় জলাবদ্ধ সুন্দলী এলাকার সুন্দলী ইউনিয়ন কাউন্সিলে মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক(অবঃ) ডা. হারুন অর রশিদ ও পেইন মেডিসিন বিশেষজ্ঞ ডা.হাফিজুর রহমান এ চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় চিকিৎসা সেবায় সহযোগিতা করেন মেডিকেল কলেজের ছাত্রী ইরারী শাহিদী, সোহাগ প্রামানিক, তাহমীদ চৌধুরী ও আবু মুজাহিদ আকাশ। সরেজমিন দেখা যায় সকাল থেকেই রোগীরা ক্যাম্পে আসতে থাকে। মাসাধিককাল বাড়ির ভিতর জলাবদ্ধতায় মানুষের চর্মরোগ ধারণ করছে প্রকট আকারে। হাতে পায়ে ক্ষত তৈরি হয়েছে। ক্যাম্পটি রোগীদের পরামর্শ দেওয়ার পাশাপাশি তাদের প্রয়োজনীয় ঔষুধ সরবরাহ করেছে। রোগীদের সাথে দীর্ঘ সময় ধরে আলাপ আলোচনার মাধ্যমে রোগ চিহ্নিত করে সেবা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভবদহ পানি নিষ্কাশণ সংগ্রাম কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, তসলিম উর রহমান, সদস্য সচিব চৈতন্য কুমার পাল, কানু বিশ্বাস, শ্রমিক নেতা কমরেড নজরুল ইসলাম, কমরেড নূর আলম, জাতীয় কৃষক ও খেত মজুর সমিতির যশোর জেলার ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মিজানুর রহমান, অভয়নগর উপজেলার আহবায়ক কমরেড সাধন বিশ্বাস,উত্তম মন্ডলসহ অনেকেই।

অক্টোবর 15, 2024 - 10:25
 0  2
ভবদহ জলাবদ্ধ মানুষের সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow