ভোলায় কোস্টগার্ড-র‌্যাবের অভিযানে উদ্ধারকৃত ৯ কোটি টাকার ইয়াবা ধ্বংস ।

মোহাম্মদ নয়ন চৌধুরী, তজুমদ্দিন (ভোলা): ভোলায় মাদকবিরোধী অভিযানে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ ইয়াবা বড়ি ধ্বংস করেছে কোস্টগার্ড ও র‌্যাব। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি বেইজ ভোলায় আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয় ২,৯৯,৯৮০ পিস ইয়াবা, যার বাজার মূল্য আনুমানিক ৯ কোটি টাকা। ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান হাফিজ এবং ভোলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালকসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা। কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার মো. সাব্বির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ ফেব্রুয়ারি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশে ঝাউবন এলাকায় কোস্টগার্ড ও র‌্যাব যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজন কয়েকটি বস্তা তল্লাশি করে উদ্ধার করা হয় এসব ইয়াবা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে এমন অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করবে সরকার।

Apr 18, 2025 - 22:06
 0  6
ভোলায় কোস্টগার্ড-র‌্যাবের অভিযানে উদ্ধারকৃত ৯ কোটি টাকার ইয়াবা ধ্বংস ।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow