মস্কোর সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ যাচ্ছে তালেবান

রাশিয়ার সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালেবানের নাম বাদ যাচ্ছে। এমন তথ্য জানিয়েছেন আফগানিস্তানে নিযুক্ত রাশিয়ার প্রেসিডেন্টের বিশেষ দূত জামির কাবুলভ। শুক্রবার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে রুশ সংবাদমাধ্যম আরটি এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) প্রধান আলেকজান্দর বর্তনিকভও বিষয়টি জানিয়েছেন। এর আগে, ২০২১ সালের আগস্টে আফগানিস্তানে ক্ষমতা দখল করার পর তালেবান সরকারের সঙ্গে যেসব দেশ যোগাযোগ স্থাপন করেছিলো, তার মধ্যে প্রথম দিকেই ছিল রাশিয়া। তবে আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি দেশটি। অবশেষে, গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, রাশিয়ার সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালেবানকে বাদ দেওয়ার জন্য রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এফএসবিসহ অন্যান্য সরকারি সংস্থা কাজ করছে

অক্টোবর 6, 2024 - 16:27
 0  2
মস্কোর সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ যাচ্ছে তালেবান

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow