মার্কেট নির্মাণের সিদ্ধান্ত বাতিল করে কোটচাঁদপুরে শিশুপার্ক নির্মাণের দাবীতে মানববন্ধন

মার্কেট নির্মাণের সিদ্ধান্ত বাতিল করে কোটচাঁদপুরে শিশুপার্ক নির্মাণের দাবীতে মানববন্ধন — মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর সংবাদদাতা: ঝিনাইদহের কোটচাঁদপুরে পৌর সাধারণ পাঠাগার সংলগ্ন খোলা জায়গায় মার্কেট নির্মাণের সিদ্ধান্ত বাতিল করে শিশুপার্ক নির্মাণের দাবীতে মানববন্ধন। রবিবার সকালে প্রগতিশীল নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কোটচাঁদপুর পৌর শহরে শিশুদের বিনোদনের জন্য কোন পার্ক নাই। শিশুদের মনন বিকাশে বিনোদনের অন্যতম মাধ্যম শিশুপার্ক। অথচ শহররের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় কোন বিনোদন কেন্দ্র নাই। নেই বিনোদনের নেই কোনো ব্যবস্থা। শিশুদের বিনোদনের জন্য নেই কোনো শিশু পার্ক। যেখানে শিশুসহ সব শ্রেণি ও বয়সের মানুষ প্রতিদিনই প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটাবে। অনেক মেয়র পার হয়ে গেলেও কেউ পার্ক নির্মাণ করার উদ্যোগ নেননি। এদিকে পার্ক না থাকার কারণে বিনোদন থেকে বঞ্চিত হচ্ছেন এখানকার শিশু-কিশোররা। অবসরে তারা একরকম ঘরকুণো হয়ে কাটায়। ফলে অল্প বয়সেই মোবাইল ফোনের প্রতি ঝুঁকে পড়েছে তারা। ঘরের কোণে বসে মোবাইল ফোনে গেমস সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচরণ করে সময় কাটাচ্ছে তারা। তাই শিক্ষক, অভিভাবক, সচেতন মহল ও ছাত্রছাত্রীদের শিশুপার্ক প্রাণের দাবী। এতে উপস্থিত ছিলেন প্রগতিশীল নাগরিক সমাজের সভাপতি আরিফুজ্জামান আগা খান, সহসভাপতি ও মহিলা কলেজের অধ্যক্ষ কে এম শরিফুজ্জামান তুহিন, সেক্রেটারি রিপন মাহমুদ, উপদেষ্টা পরিষদের সদস্য খাঁন বদিউজ্জামাল, বিমল ভৌমিক, প্রভাষক মাহবুবুর রহমান। এছাড়াও অভিভাবক পিন্টু মিয়া, আকিমুল সহ শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জানুয়ারি 5, 2025 - 21:41
 0  7
মার্কেট নির্মাণের সিদ্ধান্ত বাতিল করে  কোটচাঁদপুরে শিশুপার্ক নির্মাণের দাবীতে মানববন্ধন

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow