মোরেল গঞ্জ কমিউনিটি মেডিকেল অফিসারের উপর দুর্বৃত্তদের হামলা ,কর্মবিরতির ঘোষণা

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে জরুরি বিভাগে উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসারের উপর দুর্বৃত্তরা হামলা করেছে । হামলায় কর্তব্যরত চিকিৎসক (স্যাকমো) চন্দন দাস আহত হয়েছেন। 2 অক্টোবর বুধবার বেলা ১২ টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত (স্যাকমো) চন্দন দাসকে হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলাকারিদেরকে দ্রুত গ্রেফতার করা না হলে 3 অব্টোবর থেকে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন কর্মকর্তা ও কর্মচারিরা। এ বিষয়ে চন্দন দাস বলেন, দুটি ওষুধ কোম্পানীর দু’জন বিক্রয় প্রতিনিধিসহ ৫-৬ জনের একদল দুর্বৃত্ত চাঁদার দাবিতে তাকে জরুরি বিভাগ থেকে টেনে হেচড়ে বের করে জরুরি বিভাগের সামনে বসেই মারধর করে। হামলাকারিরা তার মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যায়। ঘটনার সময় মেডিকেল অফিসার ডা. রেজোয়ানা মেহজাবিন বন্যা ও ডা. তনুশ্রী ডাকুয়াসহ অনেকে উপস্থিত ছিলেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্শী রায় বলেন, এ ঘটনার বিষয়ে স্থানীয় সেনাক্যাম্প ও থানায় অভিযোগ দেওয়া হয়েছে। হামলাকারিদেরকে দ্রুত গ্রেফতার না করলে আজ বৃহস্পতিবার থেকে হাসপাতালের সকল মেডিকেল অফিসার ও কর্মচারিরা কর্মবিরতি পালন করবে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ সামসুদ্দিন বলেন, হাসপাতালের জরুরি বিভাগে হামলায় একজন আহত হবার ঘটনা শুনে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

অক্টোবর 2, 2024 - 20:53
 0  1
মোরেল গঞ্জ কমিউনিটি মেডিকেল অফিসারের উপর  দুর্বৃত্তদের হামলা ,কর্মবিরতির ঘোষণা

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow