ময়মনসিংহে বিশ্ব হোমিওপ্যাথি দিবস উদযাপিত

আবু সাঈদ সরকার, জেলা প্রতিনিধি:—ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আজ ১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার বিশ্ব হোমিওপ্যাথি দিবস উদযাপন করা হয়েছে। সেন্টার ফর এডভান্সড স্টাডিজ ইন হোমিওপ্যাথি (ক্যাশ) বাংলাদেশ এবং হোমিও ডক্টরস অ্যাসোসিয়েশন (হোডা), ময়মনসিংহ বিভাগের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহান হোমিওপ্যাথি গবেষক মহাত্মা ডা. হ্যানিম্যান-এর ২৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু ওয়াহাব আকন্দ, সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটি এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, বিএনপি-ময়মনসিংহ মহানগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার জনাব সাইফুল ইসলাম। তিনি একইসাথে মাইটিভির ময়মনসিংহ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। সভাপতিত্ব করেন ডা. আনোয়ারুজ্জামান খান (রুমেল), সহ-সভাপতি, কেন্দ্রীয় কমিটি ও সভাপতি, ময়মনসিংহ বিভাগ, ক্যাশ বাংলাদেশ; এবং সাধারণ সম্পাদক, হোডা, ময়মনসিংহ বিভাগ। সকাল ১১টায় শুরু হওয়া আলোচনা সভায় ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্থান থেকে আগত হোমিও চিকিৎসকরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি আবু ওয়াহাব আকন্দ বলেন, “আমার আব্বা নিয়মিত হোমিও চিকিৎসা নিতেন এই ময়মনসিংহ শহরের আঠারবাড়ী বিল্ডিং থেকে। কাজেই আমি অনুরোধ করবো, আপনারা হোমিওপ্যাথি চিকিৎসাকে জনপ্রিয় করতে যা কিছু করা দরকার, তা করুন।” পরে দুপুর ১২টা ৩০ মিনিটে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ কেক কাটার মাধ্যমে দিবসটির তাৎপর্য উদযাপন করেন

Apr 10, 2025 - 18:52
 0  8
ময়মনসিংহে বিশ্ব হোমিওপ্যাথি দিবস উদযাপিত

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow