যশোরের সন্ধ্যা রাতে ব্যবসায়ী খুন

যশোর প্রতিনিধি: যশোর শহরতলী খোলাডাঙ্গা এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে আমিনুল ইসলাম সজল (৪৪) নামে এক সেনেটারি ব্যবসায়ী খুন হয়েছেন। তিনি ওই এলাকার আজিজুল ইসলাম মিন্টু মুন্সির ছেলে। গতকাল সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা রাতে যশোর সদরের খোলাডাঙ্গা এলাকায় এই খুনের ঘটনা ঘটেছে। হাসপাতাল সূত্র জানায়, নিহত সজলের খোলাডাঙ্গা এলাকায় তার একটি সেনেটারি দোকান রয়েছে। সন্ধ্যা সাতটা দশ মিনিটে সার গোডাউনের পিছনে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন,এসময় একদল অজ্ঞাত সন্ত্রাসী তাকে গতিরোধ করে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের ডাক্তার সাকিব মোহাম্মদ আল হাসান তাকে মৃত ঘোষণা করেন। জরুরী বিভাগের ডাক্তার সাকিব মোহাম্মদ আল হাসান জানান,মৃতের শরীরে কমপক্ষে ১০ স্থানে ছুকাঘাত করা হয়েছে।অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। অপর একটি সূত্র জানায়,খোলাডাঙ্গা রেললাইনের পাশে এলাকায় একটি জমি নিয়ে স্থানীয় সন্ত্রাসী খোড়া কামরুলের সাথে তার বিরোধ চলছিল। ঘোড়া কামরুল গং তাকে হত্যা করতে পারে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক জানান, হত্যাকান্ডের ঘটনা শুনে তিনি ঘটনা স্থান পরিদর্শন করেছেন। থানা পুলিশ ও ডিবির একটি টিম আসামিদের আটকে অভিযান শুরু করেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে জমি সংক্রান্ত বিরোধী জেরে এ হত্যাকাণ্ড। তবে পুলিশ বিভিন্ন বিষয় থেকে তদন্ত করছে।

নভেম্বর 5, 2024 - 17:03
 0  6
যশোরের সন্ধ্যা রাতে ব্যবসায়ী খুন

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow