যশোর কারবালা পীর নূর বোরহান শাহ ওয়াকফ এস্টেটের ৩১ সদস্যের কমিটি গঠন

যশোর প্রতিনিধি: মোঃ শফিকুল ইসলাম যশোর কারবালা পীর নূর বোরহান শাহ ওয়াকফ এস্টেটের ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। পদাধিকার বলে কমিটির সভাপতি হয়েছেন জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন যশোর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম শাহীন। গত ২২ ডিসেম্বর বাংলাদেশ ওয়াকফ প্রশাসক অতিরিক্ত সচিব মোঃ ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক স্মারকে এক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। শুক্রবার দুপুরে কারবালা জামে মসজিদে জুম্মার নামাজ শেষে এ কমিটির ঘোষণা করা হয়। এসময় সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন। এ কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার, টুকু চৌধুরী,বিএনপি নেতা দেলোয়ার হোসেন খোকন ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। যুগ্ম সম্পাদক মনোনীত হয়েছেন রেভিনিউ ডেপুটি কালেক্টর যশোর, মাওলানা নাসিরুল্লাহ, কোষাধ্যক্ষ সহকারী ভূমি কমিশনার (যশোর সদর),সদস্য যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবীদ ড. এএসএম আশিকুজ্জামান,বিএনপি নেতা গোলাম রেজা দুলু, সাবেক মেয়র মারুফুল ইসলাম, বিএনপি নেতা আবুল বাশার সাইফুদ্দৌলা, মফিদুল হক রাজু, আতাউল্লাহ, রিয়াজ উদ্দিন, শাহিনুর হোসেন ঠান্ডু, রাশেদ আব্বাস রাজ, শাজাহান আলী খোকন, মোঃ আব্দুল হক, মোঃ মাহমুদ হোসেন সিদ্দিক, শাহাদত হোসেন, রিফিত রহমান, সেলিম উদ্দিন খান, এস এম সাব্বির হোসেন মিঠু, মোঃ সিরাজুল ইসলাম মানিক, সাংবাদিক জুয়েল মৃধা, সায়েম সিদ্দিকী, বাবু পাটোয়ারি ও সোহেল মাসুদ হাসান টিটো। #### ছবি আছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়িতে গেলেন আমীরে জামায়াত ডা.শফিকুর রহমান যশোর প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী মো.আব্দুল্লাহ তিন মাসের ও অধিক সময় চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার পরিবার-পরিজনদের সান্ত্বনা দিতে শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকাল তিনটার দিকে যশোরের শার্শা উপজেলার বেনাপোল বড় আঁচড়া গ্রামে যান বাংলাদেশ জামায়াত ইসলামের আমীরে জামায়াত ডা.শফিকুর রহমান। এ সময় তিনি নিহত আব্দুল্লাহর বাড়িতে যান এবং তার মা-বাবা, ভাই-বোন ও আত্মীয়-স্বজনদের সাথে দেখা করেন এবং পরিবারের খোঁজ-খবর নেন। পরে নানা-নানীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত আব্দুল্লাহর কবর জিয়ারত করেন এবং তার রূহের মাগফিরাত কামনা করেন। এ সময় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, আব্দুল্লাহ এলাকার গৌরব। তার কারনে আজ আমাদের এখানে আসা। আব্দুল্লাহ শহীদ না হলে আদৌও এখানে আসার সৌভাগ্য হতো কিনা আমি জানিনা। শহীদ আব্দুল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। সে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য নিজের সম্ভাবনাময় জীবন অকাতরে বিলিয়ে দিয়েছেন। তার আত্মত্যাগের জন্য জাতি আজ গর্বিত। আমি আশা করি সারাদেশ তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে এবং তাঁকে জাতীয় বীরের মর্যাদা প্রদান করবেন। আমি মহান রবের নিকট দোয়া করি তিনি যেন তাকে শহীদ হিসেবে কবুল করেন। মহান আল্লাহ রব্বুল আলামীন তার পিতা-মাতা ও আত্মীয়-স্বজনকে ধৈর্য ধারণ করার তাওফীক দান করুন। এ সময় তিনি শহীদ আব্দুল্লাহর পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং তার পরিবারকে সার্বিক সহযোগিতা করার জন্য জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশ প্রদান করেন। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শাহাদাত বরনকারী সকলে ন্যায় বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন এবং তাদের সকলের পরিবারের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় পাশে থাকবে বলে জানান। এ সময় উপস্থিত ছিলেন নিহত আব্দুল্লাহর বাবা আব্দুল জব্বার,বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন, বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, যশোর জেলা শাখার আমীর গোলাম রসুল, শার্শা থানা আমির রেজাউল ইসলাম ও থানা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। #### ছবি আছে ভারতের কোস্ট গার্ডের হাতে আটকের নয় মাস পর সাজা খেটে দেশে ফিরেছে ৬ বাংলাদেশি জেলে যশোর প্রতিনিধি: সুন্দরবনের দুবলার চরে মাছ ধরার সময় ভারতের কোস্ট গার্ডের হাতে আটকের নয় মাস পর সাজা খেটে দেশে ফিরেছে ৬ বাংলাদেশি জেলে। শুক্রবার সন্ধ্যায় যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে তাদেরকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ হস্তান্তর করেন বলে জানান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ আহসান ভূঁইয়া। ফেরত আসারা হলেন-পটুয়াখালির আব্দুল মালেকের ছেলে গোলাম রব্বি, মান্নান হাওলাদারের ছেলে জামাল হোসেন,আব্দুল জলিলের ছেলে মাসুম বিল্লাল,নাজির হুসাইনের ছেলে মোহাম্মদ হুসাইন,আব্দুর রহমানের ছেলে ইয়াসিন খান ও দিনাজপুরের সফি উদ্দিন কাজির মেয়ে রসিদা বেগম। ফেরত আসাদের বয়স ৩৫থেকে ৫০ এর মধ্যে। ওসি ইমতিয়াজ বলেন,২০২৩ সালে মোংলার সুন্দরবনের দুবলার চর এলাকায় নদীতে মাছ ধরার সময় অবৈধভাবে ভারতে প্রবেশ করার দায়ে দেশটির কোস্ট গার্ড তাদেরকে ধরে নিয়ে যায়। পরে কোস্ট গার্ড আটক জেলেদের ভারতের দমদম থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। সেখান থেকে তাদেরকে আদালতে তোলা হলে অবৈধ অনুপ্রবেশের দায়ে ছয় মাসের সাজা দেওয়া হয়। দমদম সেন্ট্রাল কারাগারে সাজাভোগ শেষে বিশেষ ‘ট্রাভেল পারমিটের’ মাধ্যমে তারা দেশে ফিরেছেন বলে জানান ওসি ইমতিয়াজ। ইমিগ্রেশনে আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া বলেন,ভারত থেকে ফেরত আসা জেলেদেরকে স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার জন্য মানবাধিকার সংগঠন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির জিম্মায় দেওয়া হয়েছে। #### যশোরে ডিবি পুলিশের হাতে ১২০ পিস ইয়াবাসহ দু’জন আটক যশোর প্রতিনিধি: ইয়াবা কেনাবেচার অভিযোগে যশোর সদর উপজেলার রুপদিয়া এলা

ডিসেম্বর 28, 2024 - 13:54
 0  5
যশোর কারবালা পীর নূর বোরহান শাহ ওয়াকফ এস্টেটের ৩১ সদস্যের কমিটি গঠন

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow