রাবির নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দুর্জয় কুড়িগ্রামে গ্রেপ্তার
সংবাদ প্রতিবেদন:রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি— রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহ-সভাপতি মো. তাওহীদুল ইসলাম দুর্জয় (২৮) কে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তাকে আটক করা হয় এবং শুক্রবার (১৮ এপ্রিল) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা পুলিশ। গ্রেপ্তারকৃত দুর্জয় কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের কালির আলগা গ্রামের মোতালেব আলীর ছেলে। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি শাখার ওসি মো. বজলার রহমান বলেন, “পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে ছাত্র-জনতার ওপর হামলা এবং বিভিন্ন সময় সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি তাওহীদুল ইসলাম দুর্জয়কে গ্রেপ্তার করা হয়েছে।” তিনি আরও জানান, কুড়িগ্রাম পুলিশের সন্ত্রাসবিরোধী অভিযান চলমান রয়েছে এবং সমাজবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আপনার অনুভূতি কী?






