রামপালে আ ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান চাঁদাবাজি মামলায় গ্রেফতার

মোঃ মিরাজুল শেখ, স্টাফ রিপোর্টা: বাগেরহাটের রামপাল উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সদর ইউপি চেয়ারম্যান শেখ নাসির উদ্দিনকে চাঁদাবাজি মামলায় গ্রেফতার করে পুলিশ। বুধবার (৬ নভেম্বর) দুপুরে রামপাল থানা পুলিশ সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করে। রামপাল থানার ওসি মো. সেলিম রেজা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত ইং ৩০ অক্টোবর উপজেলার বড় কাটালী গ্রামের ইউসুফ আলী খানের দায়ের করা একটি চাঁদাবাজি মামলায় চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত চেয়ারম্যান নাসিরের বিরুদ্ধে তার পরিষদের সংরক্ষিত নারী সদস্যা রোজীনা সুলতানাকে মারপিট সহ একাধিক অভিযোগ রয়েছে।আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতার শেখ নাসির উদ্দিনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

নভেম্বর 7, 2024 - 18:29
 0  3
রামপালে আ ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান চাঁদাবাজি মামলায় গ্রেফতার

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow