রামপালে নিরাপত্তাহীনতায় অসহায় একটি পরিবার

রামপাল (বাগেরহাট)প্রতিনিধিঃ| রামপালে হয়রানিমুলক হামলা-মামলা থেকে রেহাই পেতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন এক গৃহবধূ ও তার দুই ছেলে। প্রতিকার চেয়ে রামপাল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ওই পরিবারের সদস্য হাওলাদার রিয়াদ। অভিযোগে জানা গেছে, উপজেলার কুমলাই গ্রামের মৃত আঃ হামিদ হাওলাদারের ছেলে রিয়াদ ও জিহাদ হাওলাদারের জমি দীর্ঘ দিন দখলে নিয়ে মাছ চাষ করছেন একই গ্রামের সুমন হাওলাদার। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় দীর্ঘ ১২ বছর ধরে ৮ বিঘা জমি জোরপূর্বক দখলে রেখে মৎস্য চাষ করে আসছেন তারা। ওই ঘেরের বিপরীতে সুমন তাদের কোন হারির (অংশ) টাকা দেন না। এ ছাড়াও প্রায় ৮৫ শতক জমি জোরপূর্বক দখলে রেখেছেন সুমন। এতে তাদের অনেক আর্থিক ক্ষতি হয়েছে। এ নিয়ে গত ইং ০১-০৯-২০২৪ তারিখ সন্ধা ৭ টায় বাড়ীর পাশ থেকে লোহার রড নিয়ে ধাওয়া দেয় সুমন। ওই দিন রাতে আবার পথ রোধ করে মারপিট করে আহত করে রিয়াদকে। এর পূর্বে সুমন বাড়িঘর ভাংচুর ও লুটের মামলা করে। পরে আবার নিজের মুরগীর খামারে আগুন দিয়ে আমাদের নামে রামপাল থানায় অভিযোগ করে একের পর এক হয়রানি করছে। অভিযোগের বিষয়ে সুমনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার জীবনের নিরাপত্তা নেই। মামলা করার পরে আমি ভয়ে বাড়ীতে যেতে পারছি না। এ বিষয়ে রামপাল থানার অফিসার ইন চার্জ সোমেন দাশ জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

Sep 9, 2024 - 20:04
 0  4
রামপালে নিরাপত্তাহীনতায় অসহায় একটি পরিবার

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow