রোমান স্মৃতি সংঘ আয়োজিত ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট (সিজন - ০২) অনুষ্ঠিত

রোমান স্মৃতি সংঘ কর্তৃক আয়োজিত ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট (সিজন-০২) ২০২৪ এর ১ম রাউন্ডের ৫ম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে টু ব্রাদার্স স্পোর্টিং ক্লাব বনাম প্রজাপতি স্পোর্টিং ক্লাব। প্রথম আর্ধেই টু ব্রাদার্স স্পোর্টিং ২ গোলের লিড নিয়ে এগিয়ে থেকে দ্বিতীয় আর্ধের খেলা শুরু করে। টানটান উত্তেজনার মধ্য দিয়ে খেলাটির দ্বিতীয় আর্ধের খেলা শুরু করে দুই দল। ২ আর্ধে শেষ ৫ মিনিটে প্রজাতি স্পোর্টিং ক্লাব এক গোল শোধ করলেও শেষ সময় পর্যন্ত ২-১ গোল অব্যাহত রেখে ম্যাচ শেষ করে। ম্যাচে এলাকার সকল মুরব্বি ও দর্শকদের উপস্থিতিতে মাঠ কানায় কানায় ভর্তি ছিলো। ম্যাচে প্রধান রেফারি হিসেবে অনফিল্ড রেফারি ছিলো জনাব মোঃ ইব্রাহিম হোসেন ও দুইজন সহকারী বাদশাহ ফয়সাল ও রবিউল হাসান।আগামীকাল শুক্রবার নওয়াপাড়া মডেল কলেজ মাঠে বেলা ৩ টা ৩০ মিনিটে টুর্নামেন্টের ৬ষ্ঠ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে রানাভাটা স্পোর্টিং ক্লাব ও প্রফেসর পাড়া যুব সংঘ। টিম ম্যানেজমেন্ট বলছে তাদের টিমে জাতীয় পর্যায়ের অনেক খেলোয়াড় খেলবেন। টুর্নামেন্ট কতৃপক্ষ জানান এই যে টুর্নামেন্ট সুন্দর ও সফল ভাবে অনুষ্ঠিত হবে।

অক্টোবর 31, 2024 - 19:20
 0  9
রোমান স্মৃতি সংঘ আয়োজিত ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট (সিজন - ০২)  অনুষ্ঠিত

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow