লালমোহনে অবৈধ পৌর টোল আদায়ের প্রতিবাদে অটোচালকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।
মোঃ নয়ন চৌধুরী তজুমদ্দিন ভোলা —লালমোহন পৌরসভার আওতাভুক্ত সড়কে *অবৈধ টোল আদায়ের প্রতিবাদে* মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, সিএনজি এবং অন্যান্য তিন চাকা যানবাহনের চালক ও মালিকরা। বৃহস্পতিবার সকালে লালমোহন উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে অটোরিকশা চালক ও মালিক ইউনিয়নের শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, *হাইকোর্টের রায় অনুসারে তিন চাকা বা ছোট যানবাহনের উপর টোল আদায় বেআইনি*, তবুও লালমোহন পৌরসভা তাদের উপর জোরপূর্বক টোল আদায় করে আসছে — যা চালকদের ন্যায্য অধিকারকে লঙ্ঘন করছে। মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল *উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেন*, যাতে এই অনৈতিক টোল আদায়ের বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। স্মারকলিপির প্রেক্ষিতে ইউএনও দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন এবং প্রজ্ঞাপন জারি করে জানান, *এই ধরনের অবৈধ টোল আদায় সম্পূর্ণ বেআইনি* এবং কেউ এর সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার অনুভূতি কী?






