শক্তিশালী ভূমিকম্পে কাঁপল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ৬ দশমিক শূন্য মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় বুধবার (৩০ অক্টোবর) ভূকম্পনটি অনুভূত হয়। তবে এর প্রভাবে সুনামি সতর্কতা জারি করা হয়নি। এতে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। দেশটির ভূতত্ত্ব জরিপ সংস্থার বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎস ওরেগন অঙ্গরাজ্যে থেকে ১৭৩ মাইল ( ২৭৯ কিলোমিটার) দূরে প্রশান্ত মহাসাগরের তলদেশের ফল্ট লাইনে। দ্য নিউইয়র্ক পোস্ট জানিয়েছেন, বুধবার দুপুর ১টা ১৫ মিনিটে কুস বে থেকে প্রায় ১৮০ মাইল দূরে ভূমিকম্পটি আঘাত হানে। সিসমোলজিস্টরা জানিয়েছেন, প্রাথমিকভাবে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। ওরেগন অঙ্গরাজ্যের অসংখ্য মানুষ এই ভূমিকম্প টের পেয়েছেন। বিশেষ করে ব্যান্ডন শহরের বাসিন্দারা তীব্র ঝাঁকুনি অনুভব করেন। ওয়াশিংটন রাজ্য জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমিকম্প নিয়ে একটি পোস্ট করেছে। তারা বলেছে ক্যাসকাডিয়া সাবডাকশন জোনে ৬ মাত্রার একটি ভূমিকম্প হওয়া অবশ্যই ভয়ের বিষয়। কিন্তু বুধবারের ভূমিকম্পটি হয়েছে ব্লাঙ্কো ফ্রাকচার জোনে। যেখানে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। ক্যাসকাডিয়া সাবডাকশন জোন ৯৬৫ কিলোমিটার বিস্তৃত একটি ফল্ট, যা যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা থেকে ব্রিটিশ কলম্বিয়া পর্যন্ত অবস্থিত। গত ৩০০ বছর ধরে সেখানে অব্যাহতভাবে টেকটোনিক চাপ তৈরি হচ্ছে। ভূমিকম্পবিদদের শঙ্কা এটি যে কোনো সময় ফেটে যেতে পারে। যার প্রভাবে বিশাল ভূমিকম্প এবং সুনামি হবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের মধ্যে দিয়ে এবং এর আশেপাশে বেশ কয়েকটি ফল্ট লাইন রয়েছে, যা প্যাসিফিক রিং অফ ফায়ার নামে পরিচিত। /এমএইচআর

অক্টোবর 31, 2024 - 11:13
 0  3
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল যুক্তরাষ্ট্র

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow