শরীয়তপুরে ডাকাতি: ১৮ লাখ টাকা ও অর্ধশত মোবাইল উদ্ধার, গ্রেফতার ৩
শরীয়তপুর প্রতিনিধি শরীয়তপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ডিলার পয়েন্টে স্টাফদের হাত-পা বেঁধে ভল্ট থেকে এক কোটি ৩৪ লাখ টাকা লুটের ঘটনায় তিন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনে কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান পুলিশ সুপার নজরুল ইসলাম। গ্রেফতারকৃতরা হলেন, খুলনা এলাকার মেহেরাজ (৫০), মোরশেদ (৩০) ও মিলন মোল্লা (৩০) পুলিশ সুপার জানান, গত ২৫ জানুয়ারি জেলা শহরের মজিদ জরিনা ফাউন্ডেশন মার্কেটের দ্বিতীয় তলায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর জেলা পরিবেশক সেলফ প্রমোশন সার্ভিসের ডিলার পয়েন্টে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা ভবনের পেছনের একটি গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে তিন অফিস স্টাফের হাত-পা বেঁধে ভল্টের ভেতরে থাকা এক কোটি ৩৪ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ডিলার পয়েন্টের কর্মচারী শফিউল আলম শিহাব বাদী হয়ে পালং মডেল থানায় একটি ডাকাতি মামলা করলে তথ্য প্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে গত মঙ্গলবার খুলনার বিভিন্ন এলাকা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়। পরে তারা পুলিশের কাছে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়ে ঘটনার সাথে অন্যান্যদের সম্পৃক্ততার কথা জানান। এসময় তাদের কাছ লুট হওয়া সাড়ে ১৮ লাখ টাকা, ৫০ টি মোবাইল ফোন, একটি পিকআপ ও মোটরসাইকেলসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি ডাকাত সদস্যদের গ্রেফতারে কাজ করছে পুলিশ। আশা করছি লুট হওয়া বাকি মালামাল তাদের কাছেই রয়েছে। অচিরেই তাদের গ্রেফতার করা হবে

আপনার অনুভূতি কী?






