শশি ফাউন্ডেশন এর উদ্যোগে গোপালগঞ্জ কাশিয়ানীতে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়
শশি ফাউন্ডেশন এর উদ্যোগে গোপালগঞ্জ কাশিয়ানীতে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়— ইবাদুল রানা-গোপালগঞ্জ প্রতিনিধিঃ এই শীতে আপনার সহানুভূতির পরশ পৌঁছে দিন শীতার্তদের মাঝে আসুন সবাই মিলে সাহায্যের হাত বাড়াই এই স্লোগানে গোপালগঞ্জ কাশিয়ানীতে, শশি ফাউন্ডেশন এর উদ্যোগে এতিম ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। সোমবার (৫জানুয়ারি) সকালে উপজেলার রাতইল এলাকায় শশি ফাউন্ডেশনের কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় শশি ফাউন্ডেশন এর সভাপতি ছাবিনা ইয়াসমিন, উপদেষ্টা ডাক্তার এসপি এস এম শহিদুল ইসলাম, কাশিয়ানী সদর ইউনিয়নের ভিট অফিসার উপ-পরিদর্শক দিপঙ্কর সানাল সহ ফাউন্ডেশনের সদস্য সাফায়েত ইসলাম, শায়িতা ইসলাম,স্থানীয় ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। এ সময় শীতার্থরা শীতবস্ত্র পেয়ে বলেন- প্রতি বছর শশি ফাউন্ডেশন এর মাধ্যমে আমরা শীতবস্ত্রসহ খাদ্যদ্রব্য ঈদের সময় শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি, চাউল, পেয়ে থাকি, আমরা সব সময় আল্লাহ কাছে তাদের জন্য দোয়া করি।শশি ফাউন্ডেশন এর সভাপতি সাবিনা ইয়াসমিন জানান- অসহায় এসব মানুষদের প্রতি বুক ভরা ভালবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে শশি ফাউন্ডেশন তাদের পাশে বিগত দিনেও ছিল ভবিষ্যতে ও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রেখে পাশে থাকার প্রতিক্রীয়া ব্যক্ত করেন। শশি ফাউন্ডেশন এর উপদেষ্টা ডাক্তার এসপি এস এম শহিদুল ইসলাম বলেন শশি ফাউন্ডেশন এর পক্ষ থেকে দেশের বিভিন্ন যায়গায় ফ্রি মেডিকেল ক্যাম্পিং, অগভীর নলকূপ স্থাপন,খাদ্যদ্রব্য সহ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ সহ বিভিন্ন কার্যক্রম এবং করোনা কালীন সময়েও বিশেষ ভূমিকা পালনে মাক্স সেনেটাইজার অক্সিজেন সেবা প্রদান করেছে। শশি ফাউন্ডেশন মানবিক ভাবে অসহায় ও দুস্থদের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।
আপনার অনুভূতি কী?