শেখ হাসিনাকে ফেরাতে ব্যবস্থা নেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরাতে ব্যবস্থা নেবে সরকার। এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌদিদ হোসেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ বিষয়ে কথা বলেন। এসময় ভারতের ভিসা প্রসঙ্গে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, ভিসা দেয়া বা না দেয়া একটি দেশের নিজস্ব ব্যাপার। এ ব্যাপারে আমরা তাদের প্রশ্ন করতে পারি না। তবে ভিসা ক্যাপাসিটি বাড়ানোর ব্যাপারে তারা ব্যবস্থা নেবেন বলে জানান। এছাড়া যাদের অন্য দেশে যাওয়ার জন্য ভারতীয় ভিসার প্রয়োজন হয়, তাদের জন্য বিকল্প দেশের ব্যবস্থা করবেন বলেও জানান তৌদিদ হোসেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনাসহ যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের বিষয়ে তৌহিদ হোসেন বলেন, যে ৪০-৪৫ জনের গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, তারা কোথায় আছে পররাষ্ট্র মন্ত্রণালয় জানার চেষ্টা করছে। এ সময় লেবাননে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনার বিষয়েও কথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, লেবানন থেকে বাংলাদেশিদের ফেরাতে পর্যাপ্ত বিমানের সংকট রয়েছে। এ অবস্থায় বিমান ছাড়াও সমুদ্রপথে বাংলাদেশিদের ফেরানোর কথা ভাবছে সরকার।

অক্টোবর 17, 2024 - 17:41
 0  4
শেখ হাসিনাকে ফেরাতে ব্যবস্থা নেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow