শ্যামনগর থানা পুলিশের কাছে ইয়াবা সহ এক ব্যক্তি আটক
এস কে সিরাজ, শ্যামনগর — শ্যামনগর থানা পুলিশ কর্তৃক মাদকবিরোধী বিশেষ অভিযানে ০৫ পিচ অবৈধ ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তি আটক হয়েছে। আটক কৃত ব্যক্তিকে ইতিমধ্যে জেল হাজতে পৈরন করেছে থানা পুলিশ। সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিররুল ইসলাম মহোদয় স্যারের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) জনাব মো: মুকিত হাসান খাঁন স্যারের ও অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এ্যান্ড অপস্) জনাব মোঃ ইমরান হোসেন,(বিপিএম), (পিপিএম) স্যারের সহযোগিতায় এবং জনাব মোঃ হুমায়ূন করিব মোল্লা, অফিসার ইনচার্জ, শ্যামনগর থানার নেতৃত্বে ১৪/০৪/২০২৫ রাত্র ০০.৫৫ ঘটিকার সময় এসআই(নিঃ) চন্দন কুমার মন্ডল সঙ্গীয় ফোর্সের সহ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে শ্যামনগর থানাধীন বংশীপুর গ্রামস্থ (০৮নং ওয়ার্ড) এর শাহী মসজিদ রোডে ঈদগাহের সামনে পাকা রাস্তার উপর হইতে ০৫ পিচ অবৈধ ইয়াবা ট্যাবলেট সহ আসামী ১। মোঃ শাহাজাহান গাজী (৪০), পিতা-মৃত কাওছার গাজী, মাতা-মোছাঃ রাশিদা বেগম, সাং-বংশীপুর ০৮নং ওয়ার্ড, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা কে গ্রেফতার করে, ধৃত আসামীর বিরুদ্ধে শ্যামনগর থানার মামলা নং-১৬, তারিখ-১৪/০৪/২৫ ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সরণির ১০ (ক)/৪১ ধারায় ,মামলা দায়ের করে আসামী কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

আপনার অনুভূতি কী?






