শ্যামনগর বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ
আল-হুদা মালী (সাতক্ষীরা)শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরা শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়নে বিভিন্ন প্রাকৃতিক এবং জলবায়ু দূর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায়, হতদরিদ্র পরিবার এবং বয়স্ক ও প্রতিবন্ধীদের মাঝে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (০২ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন, সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা মোছাঃ রণী খাতুন। আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুর রহমান, নায়েবে আমীন মাওলানা মঈনুদ্দিন আহমেদ, বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপি নেতা ও ইউপি সদস্য গাজী আবিদ হাসান, গাজী আব্দুর রউফ। উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি,এম মাছুম বিল্লাহ পূমখ। বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের, এই কর্মযজ্ঞে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান হিসেবে বারসিক, সিসিডিবি, জাপান ফাস্ট ট্রেড, এ্যাকোয়াম্যাক্স, মেরিন সি ফুড, জান্নাত এন্ড মদিনা এগ্রো ফার্ম, রংধনু হ্যাচারী, নিউ যুমনা হ্যাচারী, উত্তরণ, বরসা, প্রাসাদ প্যারাডাইজ ছাড়াও উন্নয়ন বন্ধু হিসেবে ডাঃ মো. ইকবাল হোসেন, সিদ্দিকুল ইসলাম বকুল, রাজিব জোয়ারদার, জি.এম আরাফাতুল ইসলাম বাপ্পি, পংকজ কুমার রায় নগদ অর্থ এবং কম্বল দিয়ে সহায়তা করেন। আলোচনা শেষে অতিথি বৃন্দ ৯টি ওয়ার্ডের ৯জন বয়স্ক, দুস্থ নারী-পুরুষের হাতে কম্বল তুলে দিয়ে এই কম্বল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। এরপর উপস্থিত আগে থেকে বাছাইকৃত ১৫০০ পরিবারের মাঝে একটি করে কম্বল তাদের হাতে তুলে দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম
আপনার অনুভূতি কী?