সাতকানিয়ায় কৃষিজমি রক্ষায় সেনাবাহিনীসহ গভীর রাতে ইউএনও’র অভিযান, ১০টি এক্সক্যাভেটর বিকল।

প্রতিবেদন:—চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি (টপসয়েল) কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। এই কার্যক্রম বন্ধে সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে পরিচালিত হয়েছে এক নজিরবিহীন অভিযান। গত ১৪ এপ্রিল (সোমবার) দিবাগত রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহানি ও পাঠানিপুল এলাকায় এ যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন বিশ্বাস। অভিযানে সেনা সহায়তায় ছিলেন সাতকানিয়া সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. পারভেজ এবং সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা জয়ন্ত। অভিযানের সময় মোবাইল কোর্টের উপস্থিতি বুঝতে পেরে দুষ্কৃতিকারীরা এক্সক্যাভেটর ফেলে রেখে পালিয়ে যায়। পরে অভিযানকারীরা ১০টি এক্সক্যাভেটরের ব্যাটারি জব্দ করে যন্ত্রগুলো বিকল করে দেন, যাতে এগুলো আর ব্যবহার করা না যায়। প্রশাসনের এই কঠোর পদক্ষেপ স্থানীয়দের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। কৃষিজমি রক্ষা ও পরিবেশ সুরক্ষায় প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

Apr 15, 2025 - 23:37
 0  1
সাতকানিয়ায় কৃষিজমি রক্ষায় সেনাবাহিনীসহ গভীর রাতে ইউএনও’র অভিযান, ১০টি এক্সক্যাভেটর বিকল।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow