সাতসকালে দিল্লিতে জোরালো বিস্ফোরণ, স্কুলের দেয়ালে ফাটল
ভারতের দিল্লির রোহিণীর সিআরপিএফ স্কুলের সামনে জোরালো বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে স্কুলের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। স্কুলের সামনে থেকে পাওয়া গেছে সাদা পাউডার জাতীয় পদার্থ। রোববার (২০ অক্টোবর) খুব সকালে এ ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানাতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনা তদন্তে সেখানে কাজ করছে একাধিক গোয়েন্দা টিম। জানা গেছে, বিস্ফোরণে ফলে কেঁপে ওঠে গোটা এলাকা। সাদা ধোঁয়ায় ঢেকে যায় স্কুলের আশপাশ। এতে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিস্ফোরণের পর বিকট একটি গন্ধে ভরে যায় এলাকা। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তবে এই বিস্ফোরণে আশপাশের কয়েকটি দোকানের কাচ, রাস্তায় দাঁড় করানোর কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হননি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক ধারণা, বিস্ফোরণে তাজা বোমার মতো কিছু ব্যবহার করা হয়েছিল। তবে এখনও স্পষ্ট নয়, বিস্ফোরণ ঘটাতে কী জাতীয় বিস্ফোরক ব্যবহার হয়েছে।
আপনার অনুভূতি কী?