সান্তাহার সাইলোতে ধীরগতির লোডিং: প্রতিদিন ৩০ হাজার টাকা ক্ষতির মুখে পরিবহন ঠিকাদাররা
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহার সাইলো থেকে গম ও চাল পরিবহনে ধীরগতির কারণে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন পরিবহন ঠিকাদাররা। প্রতিদিন গড়ে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। রাজশাহী বিভাগীয় খাদ্য পরিবহন (সড়ক পথ) ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রাক লোড না হওয়ায় একদিকে ক্ষতির মুখে পড়ছেন পরিবহন মালিকরা, অন্যদিকে ভোগান্তিতে পড়ছেন চালক ও শ্রমিকরা। এ অবস্থার প্রতিকার চেয়ে সম্প্রতি রাজশাহী বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, সান্তাহার সাইলো থেকে ইপি/ওপি, ওএমএস, কাবিখা, চা-বাগান ও আশ্রয়ন প্রকল্পসহ বিভিন্ন খাতে খাদ্যশস্য সরবরাহের জরুরি চাহিদা রয়েছে। অথচ সাইলো কর্তৃপক্ষের অবহেলার কারণে প্রতিদিন ৩০-৩৫টি ট্রাক প্রস্তুত থাকার পরও মাত্র ১২-১৫টি ট্রাক লোড দেওয়া সম্ভব হচ্ছে। এতে প্রতিদিন প্রায় ১৫-১৬টি ট্রাক লোড না পেয়ে ফিরে যাচ্ছে, যার ফলে প্রতিটি ট্রাকে গড়ে ২ হাজার টাকা করে ক্ষতির সম্মুখীন হচ্ছেন পরিবহন মালিকরা। যশোর থেকে মালামাল নিতে আসা ট্রাকচালক আরিফুল ইসলাম বলেন, “আমরা সময়সূচি অনুযায়ী ট্রাক নিয়ে এলেও সাইলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। খাওয়া-দাওয়ার সময়ও ঠিক থাকে না। দ্রুত এ সমস্যার সমাধান চাই।” সাইলো কর্তৃপক্ষের সাথে একাধিকবার মৌখিকভাবে আলোচনা করেও কোনো সুফল না পাওয়ায় এবার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম। তিনি দ্রুত সমস্যার সমাধানের আহ্বান জানান। এ বিষয়ে সান্তাহার সাইলো অধীক্ষক মোহাম্মদ আশফাকুর রহমান বলেন, “অভিযোগ পেয়েছি। সমস্যাটি সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আপনার অনুভূতি কী?






