সারেতে ব্যাট হাতে ব্যর্থ সাকিব

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষেই ভারত সিরিজের প্রস্তুতি নিতে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে চান টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের ক্লাব সারের হয়ে চারদিনের এক ম্যাচ খেলছেন তিনি। ম্যাচটিতে বল হাতে দারুণ পারফর্ম করলেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সাকিব। বুধবার (১১ সেপ্টেম্বর) সমারসেট ও সারের মধ্যকার ম্যাচে সাকিব আল হাসান ব্যাট হাতে ফিরলেও তার ফর্মে ফেরার সুযোগ হয়নি এবার। সারের হয়ে টন্টনে খেলতে নেমে সমারসেটের বিপক্ষে প্রথম ইনিংসে সাকিব মাত্র ১২ রানে আউট হন। অথচ টন্টনের এই মাঠেই ২০১৯ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত ১২৪ রানের অপরাজিত ইনিংস খেলে বাংলাদেশকে জেতান সাকিব। পাঁচ বছর পর সেই মাঠে ফিরে এবার সারের হয়ে প্রথম শ্রেণির ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি।বোলিংয়ে চমৎকার শুরু করলেও ব্যাটিংয়ে কাঙ্ক্ষিত ফল পাননি। ৬ নম্বরে ব্যাট করতে নামা সাকিব শুরুতে ১৩ বলে ৫ রান নেন, এরপর আর্চি ভনের বলে একটি বাউন্ডারি মারেন। কিন্তু ২৪ বল খেলার পরই জ্যাক লিচের বলে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।সাকিবের এই পারফরম্যান্সে দল ব্যাকফুটে যায়নি। সমারসেট ৩১৭ রানে অলআউট হওয়ার পর সারে ৩২১ রান করে ৪ রানের লিড নেয়। সারের ইনিংসে সবচেয়ে বড় অবদান রাখেন টম কারেন, যিনি ৮৬ রান করে আউট হন। এছাড়া রায়ান প্যাটেল করেন ৭০, বেন গেডেস ৫০ ও বেন ফোকস ৩৭ রান।সমারসেটের হয়ে ছয়জন বোলিং করলেও মূলত আর্চি ভন ও জ্যাক লিচ বোলিং আক্রমণের নেতৃত্ব দেন। আর্চি ১০২ রানে ৬ উইকেট এবং লিচ ১০৫ রানে ৪ উইকেট শিকার করেন। আর্চি ভন, যিনি সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনের ছেলে, এই ইনিংসে তার ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার তুলে নেন। তৃতীয় দিনের মধ্যাহ্নবিরতির পর সমারসেট তাদের দ্বিতীয় ইনিংস শুরু করেছে এবং দ্বিতীয় ইনিংসেও সাকিব তার ম্যাজিক বজায় রেখেছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসেও সাকিব জাদু চলছে। ৯ ওভার বল করে তিনি স্বীকার করেছেন সমারসেটের দুই উইকেট। বর্তমানে সমারসেটের সংগ্রহ ৬৭ রানে ৪ উইকেট।

Sep 11, 2024 - 21:09
 0  6
সারেতে ব্যাট হাতে ব্যর্থ সাকিব

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow