ব্যাটিং ব্যর্থতায় শোচনীয় হারের পর যা বললেন অধিনায়ক শান্ত

গোয়ালিয়রে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় অল্প পুঁজি, তারপর ম্যাচ হেরে যাওয়া। অল্প কথায় যদি জিজ্ঞাসা করা যায়, কেন হারলো বাংলাদেশ? সহজ উত্তর ব‍্যাটিং ব‍্যর্থতায় লড়াকু পুঁজি না পাওয়ায় ম্যাচের প্রথম ইনিংসেই হেরে গেছে টাইগাররা। কিন্তু বারবার কেন এমন হচ্ছে ব‍্যাটারদের? এই উইকেটটা নিশ্চই ১২৭ রানের নয়। অন্তত ১৬০-৭০ রান তুললে হয়তো লড়াই করার পুঁজি পেতো বোলাররা। শেষ পর্যন্ত স্বাগতিকদের কাছে হেরে সিরিজে পিছিয়ে পড়েই দিল্লির উদ্দেশে রওনা করতে হবে বাংলাদেশ দলকে। তবে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সেই একই বিষয় অর্থাৎ হারের জন্য ব্যাটিং ব্যর্থতাকেই দুষলেন অধিনায়ক শান্ত। সংবাদ সম্মেলনে শান্ত বলেন, আমরা ঘরের মাঠে যখন অনুশীলন করি, তখন উইকেটের পরিবর্তন…কিছু না কিছু একটা পরিবর্তন আনতে হবে। আমরা যখন ঘরের মাঠে খেলি, তখন ১৪০-১৫০ রানের উইকেটই হয়। ব্যাটসম্যানরা ওই রানটা কীভাবে করতে হয়, সেটা জানে। কিন্তু আমরা জানি না কীভাবে ১৮০ করা যায়। ওই ধরনের উইকেট অনুশীলন করলে হয়তো আমাদের আরেকটু উন্নতি হবে। তবে আমি শুধু উইকেটের দোষ দেব না। এখানে মানসিক অনেক ব্যাপার থাকে। শান্ত আরও বলেন, শুরুতেই অনেক উইকেট পড়ে গেছে। শুরুতে বেশি উইকেট পড়ে গেলে কঠিন হয়ে যায়। আমার মনে হয় (বেশি রান না হওয়ার) প্রধান কারণ শুরুতে বেশি উইকেট পড়ে যাওয়া। আমি যে অ্যাপ্রোচের কথা বলেছিলাম, সে জন্য ব্যাটিংয়ে ভালো শুরুটা গুরুত্বপূর্ণ। শুরুটা ভালো হবে বাকিদের কাজটা সহজ হয়ে যায়। যারা ওখানে ভালো খেলছে, তাদের দায়িত্ব নিতে হবে। ব্যাটিংটা ভালো হলে ভাগ্যও বদলাবে, এমনটাই মনে করেন শান্ত। তিনি বলেন, আমরা এর চেয়ে ভালো দল। আমরা অনেক দিন ধরেই এই সংস্করণে ভালো করছি না। তবে আমি মনে করি, আমরা এর চেয়ে আরও ভালো দল। উল্লেখ্য, আগামী ৯ অক্টোবর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দু’দল। সিরিজে টিকে থাকতে হলে সেই ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে

অক্টোবর 7, 2024 - 10:27
 0  4
ব্যাটিং ব্যর্থতায় শোচনীয় হারের পর যা বললেন অধিনায়ক শান্ত

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow