ঝিকরগাছায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা বাসস্ট্যান্ডে ঝিকরগাছা প্রেসক্লাবের আয়োজনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বুধবার (৯ এপ্রিল) দুপুর ২ টায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঘন্টা ব্যাপী বিক্ষোভ সমাবেশে ঝিকরগাছার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সেচ্ছাসেবী, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের হাজারো মানুষ তাদের নিজস্ব ব্যানারে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু, উপজেলা মাধ্যমিক শিক্ষক -কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, ঝিকরগাছা ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি আবু মুছা মিন্টু, ঝিকরগাছা উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন সহ আরও অনেকে। মানববন্ধনে বক্তারা ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র আখ্যা দিয়ে অবিলম্বে ফিলিস্তিনে গনহত্যা বন্ধ করা, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া এবং সব ধরনের ইসরায়েলী পণ্য বয়কট করার দাবী জানান।

Apr 9, 2025 - 22:52
 0  4
ঝিকরগাছায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow