পাইকগাছায় পৃথক ৩ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
মোঃ খোরশেদ আলম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। পাইকগাছায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ এর বাস্তবায়নে পরিচালিত পৃথক ৩ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে " সাইক্লোন এন্টিসিপেটরি এ্যাকশন প্রোগ্রাম ", ইমার্জেন্সি সাপোর্ট ফর দি সাইক্লোন রিমেল এ্যাপেক্টেড পিপল ইন বরগুনা, খুলনা এন্ড পটুয়াখালী ডিস্ট্রিক্ট " ও স্থানীয়ভাবে পরিচালিত ক্রিয়াকলাপ টেকসই জল ও ভূমি ব্যবস্থাপনা ( ল্যান্ড ওয়াটার) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ওসি অপারেশন রঞ্জন কুমার গাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, প্রকৌশলী শাফিন শোয়েব, মেডিকেল অফিসার ইব্রাহিম গাজী, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমাজ সেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, উপ সহকারী প্রকৌশলী শাহদাৎ হুসাইন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান, উপ সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা তরিকুল ইসলাম, মেরিন ফিশারিজ কর্মকর্তা কাওসার আহমেদ আকন, প্রাণকৃষ্ণ দাশ, প্যানেল চেয়ারম্যান বাবলু সরদার, পীযুষ কান্তি মন্ডল, সিপিবি টিম লিডার আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প সমন্বয়কারী ডেভিড অধিকারী, এরিয়া ম্যানেজার ইমরান মিয়া, ম্যানেজার আব্দুস সাত্তার, টেকনিক্যাল অফিসার সিরাজুল ইসলাম, ফাওজুল কবির, মিল কোর্ডিনেটর নাঈম মোস্তফা, উপজেলা কোর্ডিনেটর মোমেনা খাতুন, ফিল্ড ফ্যাসিলিটিটেটর সুত্র মন্ডল ও টুটুল গাজী।
আপনার অনুভূতি কী?