চৌগাছার কাশেম পার্ক সিলগালা

লাবলুর রহমান, চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় গ্রামীণ এলাকায় গড়ে তোলা কাশেম পার্ক সিলগালা করা হয়েছে। অসামাজিক কার্যকলাপের অভিযোগে বুধবার (১২ ফেব্রুয়ারী) বেলা ১১ টার দিকে অভিযান চালিয়ে সিলগালা করে দেয় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাসমিন জাহান। পার্কটি সিলগালা করে দেওয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে। অভিযানের সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের সাথে চৌগাছা থানার পুলিশ উপস্থিত ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, ভাটা ব্যবসায়ী আবুল কাশেম উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের খড়িঞ্চা গ্রামে পুড়াপাড়া-চৌগাছা সড়কের পাশে একটি বাগান গড়ে তোলেন। পরে ইউনিয়ন পরিষদ থেকে একটি নাম মাত্র ট্রেড লাইসেন্স নিয়ে নিজ নামে পার্ক তৈরি করেন। পুকুর পাড়ে আমবাগানের মধ্যে বিনোদন পার্কের নামে বেশ কিছু ইটের ঘর তৈরি করে। স্থানীয়দের অভিযোগ এই ইটের ঘরে বিভিন্ন এলাকা থেকে যৌনকর্মী নিয়ে এসে পতিতাবৃত্তি করে আসছিলেন। এছাড়া স্কুল কলেজ পড়ুয়া ছেলে-মেয়েরা স্কুল ও কলেজ ফাঁকি দিয়ে এখানে অসামাজিক কাজে লিপ্ত হতো। এ নিয়ে গ্রামবাসির পক্ষ থেকে বার বার অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে গতকাল এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অসামাজিক কাজের কিছু উপকরণসহ বেশ কয়েক জোড়া কপোত-কপোতী ধরা পড়ে। এসময় তাদের থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়ে  পার্কটি সিলগালা করে দেওয়া হয়। চৌগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফেব্রুয়ারি 13, 2025 - 08:47
 0  17
চৌগাছার কাশেম পার্ক সিলগালা

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow