লোহাগাড়ায় নিষিদ্ধ ওষুধ সংরক্ষণে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা ও চেম্বার সিলগালা।

মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম) চট্টগ্রামের লোহাগাড়ায় গত (১৭ এপ্রিল) যৌথ মোবাইল কোর্ট অভিযানে স্থানীয় একটি ফার্মেসিতে রুগী ভর্তি রেখে অবৈধভাবে চিকিৎসা প্রদানের অভিযোগে জরিমানা আরোপ ও চেম্বার সিলগালা করা হয়েছে। অভিযানে দেখা যায়, সংশ্লিষ্ট ফার্মেসিতে চিকিৎসকের সনদ ছাড়াই রোগীকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল, যা প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়াও, উক্ত ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ পাওয়া যায়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এসব অভিযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পরিচালিত চিকিৎসা কার্যক্রমের জন্য তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড আরোপ করা হয় এবং প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করা হয়। অভিযানটি পরিচালনা করেন লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাজমুল লায়েল। এ সময় তার সাথে ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইশতিয়াকুর রহমান ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন,জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে নিয়মিতভাবে এমন অভিযান পরিচালনা করা হবে। কোনোভাবেই অবৈধভাবে চিকিৎসা সেবা প্রদান বা মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির সুযোগ দেওয়া হবে না। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ইকবাল হোসাইন জানান জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

Apr 19, 2025 - 08:22
 0  2
লোহাগাড়ায় নিষিদ্ধ ওষুধ সংরক্ষণে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা ও চেম্বার সিলগালা।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow