উপজেলা প্রশাসনের নিষেধ অমান্য করে রাস্তা দখল! বিষ্ণুপদের ‘ক্ষমতার দাপট’
প্রতিনিধি, মনিরামপুর (যশোর): মণিরামপুর উপজেলা প্রশাসনের রেড এলার্ট উপেক্ষা করে কাঁচাবাজার রোডে আবারও রাস্তা ও ফুটপাত দখলের অভিযোগ উঠেছে। সম্প্রতি উপজেলা প্রশাসন, স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের সমন্বয়ে যানজট ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না ও সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদূম। অভিযানের সময় ব্যবসায়ীদের কড়া হুঁশিয়ারি দিয়ে ফুটপাত দখলমুক্ত রাখতে নির্দেশ দেওয়া হয়। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ঘোষণাও দেন কর্মকর্তারা। কিন্তু মাত্র এক সপ্তাহ না যেতেই পুরনো চিত্র ফিরে আসে। বিশেষ করে কাঁচাবাজার রোডে ফের ফুটপাত দখলের দৃশ্য দেখা যাচ্ছে। সবচেয়ে বিতর্কের জন্ম দিয়েছেন জৈনক বিষ্ণুপদ শাহা। তাকে ফুটপাত দখলমুক্ত রাখতে অনুরোধ জানালে, তিনি গণমাধ্যম কর্মীদের ওপর তার ছেলে সাধনকে নিয়ে ধারালো কাঁচি হাতে তেড়ে আসেন। উপজেলা প্রশাসনের কথা বললে বিষ্ণুপদ শাহা দাবি করেন, “এই রাস্তা আমার বাবার দেওয়া! আমাদের ছাড়া কেউ ব্যবহার করতে পারবে না।” ঘটনার বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদূমকে অবগত করা হলে, তিনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

আপনার অনুভূতি কী?






