১৪ ঘণ্টা পর নিখোঁজ শিশু ফিরলো নিথর দেহে — চকবাজারের হিজলা খালে মিলল লাশ ।
প্রতিবেদক: মোঃ মিজান, লোহাগাড়া, চট্টগ্রাম চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার হিজলা খালে পড়ে নিখোঁজ হওয়া শিশুটি অবশেষে ১৪ ঘণ্টা পর লাশ হয়ে ফিরে এলো। শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে চাক্তাই খালে শিশুটির নিথর দেহ ভেসে ওঠে। আশপাশে থাকা কয়েকজন যুবক তাৎক্ষণিকভাবে মরদেহটি উদ্ধার করেন। পরে কোতোয়ালি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে শিশুটির পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন। শিশুটির মরদেহ উদ্ধারকারী প্রত্যক্ষদর্শী মোঃ মিজান বলেন, "সকালে চা খাওয়ার সময় হঠাৎ দেখি খালের পানিতে একটি শিশুর দেহ। প্রথমে পুতুল মনে হয়েছিল। এরপর আমরা নেমে সেটি তুলে আনি। শরীর ছিল কাদায় মাখা, মুখ ভর্তি ফেনা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে ঘটনাস্থলে পৌঁছে।" জানা যায়, শিশুটির পরিবার নগরীর আসাদগঞ্জ এলাকায় বসবাস করে। পিতার নাম শহীদ ও মাতার নাম সালমা বেগম। এর আগে শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে চকবাজারের কাপাসগোলা এলাকায় চলন্ত একটি ব্যাটারিচালিত অটোরিকশা হঠাৎ পাশের নালায় পড়ে যায়। ওই রিকশায় থাকা শিশুটি তার মা ও দাদির সঙ্গে বাড়ি ফিরছিল। অটোরিকশাটি নালায় পড়ে গেলে শিশুটিকে ধরেও রাখতে পারেননি তার মা—স্রোতের টানে ছুটে যায় অবুঝ জীবন। ঘটনার পর থেকেই ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনীর ছয় সদস্যের একটি টিম শিশুটিকে উদ্ধারে তল্লাশি চালায়। অবশেষে দীর্ঘ ১৪ ঘণ্টা পর মিলল শিশুটির দেহ, কিন্তু নিঃসাড়। এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় এলাকাবাসী এবং শিশুটির পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার অনুভূতি কী?






