নড়াইলের কাঞ্চনপুরে বাৎসরিক মতুয়া মহোৎসব অনুষ্ঠিত
মোঃ রাসেল মোল্লা।।। নড়াইল জেলার লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কাঞ্চনপুর মহাশ্মশানে বাৎসরিক মতুয়া মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। মতুয়া ভক্তদের উদ্যোগে বিশ্ব সুখহরি রাধা গোবিন্দ সেবাশ্রম ও কাঞ্চনপুর মহাশ্মশান চত্বরে সপ্তম বার্ষিকী বাৎসরিক মতুয়া মহাউৎসব ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। মতুয়া মহোৎসবে নড়াইল জেলাসহ পার্শ্ববর্তী যশোর জেলার বিভিন্ন এলাকা হতে প্রায় ৬০ টি দল অংশ নেয়। মতুয়াদের ঢাকের আওয়াজে ওই সব এলাকার আকাশ বাতাস মুখোরিত হয়ে উঠে। বাৎসরিক মতুয়া মহাউৎসবে কলাগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মতুয়া অলোক পান্ডের সঞ্চালনায় ও মতুয়া প্রশান্ত কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান বাটু সভাপতি লোহাগড়া উপজেলা বিএনপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুলতানুজ্জামান সেলিম কাজী সাধারণ সম্পাদক লোহাগড়া উপজেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহ আলম সরদার সাংগঠনিক সম্পাদক লোহাগড়া উপজেলা বিএনপি, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মোঃ সাবু সদ্দার ইউপি সদস্য নয়াগ্রাম ইউনিয়। এছাড়া অনুষ্ঠানের সমন্বয়কারীদের মধ্যে উপস্থিত ছিলেন,অসিম কুমার পাল সভাপতি মতুয়া মিশন নড়াইল জেলা শাখা, মতুয়া বাসুদেব পাল, মতুয়া পংকজ বিশ্বাস, মতুয়া বিপুল রায়,মতুয়া বিধান রায়,মতুয়া অনিমেষ বিশ্বাস, মতুয়া সঞ্জয় মালাকার,মতুয়া নিখিল বাইন,মতুয়া নিখিল বিশ্বাস, মতুয়া সানু বিশ্বাস, মতুয়া নারায়ণ সরকার, মতুয়া বৃন্দাবন সরকার, মতুয়া অমিও চৌধুরী, মতুয়া উত্তর শাখারী,মতুয়া পরিতোষ সরকার,মতুয়া অশোক বিশ্বাস, মতুয়া কুমারেশ বিশ্বাস, মতুয়া গৌড় শীল,সহ আরও অনেকে। বুধবার (১৫ জানুয়ারী) এ মতুয়া উৎসবকে ঘিরে গোটা এলাকায় আনন্দের আমেজ বিরাজ করে। মতুয়া উৎসব লোকজ মেলায় পরিণত হয়। মন্দির চত্বরে বিভিন্ন দোকানীরা পসরা সাজিয়ে বসেন। একাধিক দোকানী জানান, তারা প্রতিবছর এখানে আসেন ব্যবসা করার জন্য। এ মতুয়া উৎসবকে ঘিরে এলাকার ও বাইরের হাজার হাজার মানুষ এখানে আসেন। নাচে গানে মেতে উঠেন। সেই সাথে চলে ধর্মীয় আরাধনা ও বিভিন্ন আচার আনুষ্ঠানিকতা। ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পূজা অর্চনা, প্রসাধ বিতরণ, ঠাকুরের লীলা প্রচার, পদাবলী কীর্তনসহ নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় দিনব্যাপী এ মহাসম্মেলন।
আপনার অনুভূতি কী?