রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩,আহত ৪

রায়গঞ্জ প্রতিনিধি - সিরাজগঞ্জের রায়গঞ্জে মুরগীবাহী ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক শিশু সহ ২ যাত্রী নিহত হয়েছে। এ দূর্ঘটনায় অটোভ্যানে থাকা আরো ৪ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী পল্লী বিদুৎ সাবস্টেশন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ বলেন , নিহত শিশুটি উল্লাপাড়া উপজেলার দেঘলবাড়ী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মেরাজুল ইসলাম (১২) ।তেলজানা গ্রামের ময়েজ উদ্দিন ছেলে মোতালেব (৫৪)। অন্যজন উপজেলার সলঙ্গা থানার ঘুড়কা দাসপাড়া গ্রামের সুবল দাসের ছেলে সুশান্ত কুমার দাস (৫৫)। আহত ব্যক্তিদের মধ্যে দুইজন নারী ও দুইজন পুরুষ। উদ্ধারকাজে নিয়োজিত রায়গঞ্জ ফায়ার স্টেশনের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, আহতরা হলেন উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের মজেম উদ্দিনের ছেলে মোতালেব (৫৫), ধানগড়া ইউনিয়নের ঝাপড়া কুটিরচর গ্রামের গোলাপ শেখের ছেলে সাগর আলী(২০) ঐগ্রামের আব্দুল করিমের স্ত্রী লামিয়া (২৫)। আহত অপর জনের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মুরগীবাহী ট্রাক দ্রুত গতিতে বগুড়ার দিকে যাচ্ছিল। অন্যদিকে ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে অটোভ্যানটি মহাসড়ক দিয়ে ঘুড়কার দিকে যাচ্ছিল। ভূঁইয়াগাঁতী পল্লী বিদুৎ সাব স্টেশন মোড় অতিক্রম করার সময় ট্রাক ও অটোভ্যানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানে থাকা শিশু সহ ২ যাত্রী নিহত হয়। এবং অটোভ্যানে থাকা আরো ৪ যাত্রী গুরুতর আহত হয়। আহতদের ফায়ার সার্ভিসের জোয়ানেরা উদ্ধার করে রায়গঞ্জ হাসপাতালে প্রেরণ করে। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি জানান, অনেকের নাম ঠিকানা পাওয়া যায় নাই,আত্মীয় স্বজনের খোঁচা খবর নেওয়া হচ্ছে । ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

Apr 6, 2025 - 09:52
 0  5
রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩,আহত ৪

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow