লামার রাবারবাগান থেকে ২৬ শ্রমিককে অপহরণ

লামা (বান্দরবান) সংবাদদাতা বান্দরবানের লামায় রাবারবাগান থেকে ২৬ শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। রোববার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার ফাঁসিয়াখালী ইউপির ১ নম্বর ওয়ার্ড গয়াল মারা রাবারবাগান থেকে তাদের অপহরণ করা হয়। বাগানমালিকের কাছ থেকে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে শ্রমিকদের অপহরণ করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন লামা থানার ওসি মো. শাহাদাৎ হোসেন জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দুর্গম মুরুংঝিরি এলাকার সন্ত্রাসীরা কয়েকটি রবারবাগানে হামলা চালায়। এ সময় অস্ত্রের মুখে সেখানে কর্মরত ২৬ জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় তারা। রাবারবাগানের মালিকদের সঙ্গে কথা বলে অপহৃত ২০ জন শ্রমিকের নাম জানা গেছে। তারা হলেন—মো. ফারুক (২৬), আয়ুব আলী (২৬), মো. সিদ্দিক (৪০), আবদুল খালেক (২০), আবদুল মাজেদ (১৭), মনিরুল ইসলাম (৩০), জিয়াউর রহমান (৪৫), মো. মোবারক (২৫), মো. হারুন (৩০), রমিজ উদ্দিন (৩২), সৈয়দ নুর (২৮), মো. কায়ছার (৩৮), মনির হোসেন (৩৫), মো. ইমরান (১৭), মো. মঞ্জুরুল (৩০), আবছার আলী (২৫), খায়রুল আমিন (৩০), আবু বক্কর (২৮), আবদুর রাজ্জাক (৩৩) ও মো. মবিন (২৫)। বাকি ৬ জনের নাম জানা যায়নি। লামা থানার ওসি মো. শাহাদাৎ হোসেন জানান, কয়েকটি রবারবাগান থেকে ২৬ জন শ্রমিককে অপহরণের ঘটনা জানার সঙ্গে সঙ্গে পুলিশ ও সেনাবাহিনী উদ্ধার অভিযানে নেমেছে। অপহরণকারীরা পাহাড়ি সন্ত্রাসী হতে পারে উল্লেখ্য, এর আগে গত জানুয়ারি ও ফেব্রুয়ারির প্রথম দিকে দুই দফায় ১০ জনের বেশি শ্রমিককে অপহরণ করা হয়েছিল। পরে যৌথবাহিনীর অভিযানের মুখে তাদের ছেড়ে দেয়া হয়

ফেব্রুয়ারি 17, 2025 - 12:49
 0  1
লামার রাবারবাগান থেকে ২৬ শ্রমিককে অপহরণ

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow