কোস্টগার্ডের আধুনিকীকরণে সব ব্যবস্থা নিয়েছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

মিলি রহমান ঢাকা।। কোস্টগার্ডের আধুনিকীকরণে সব ধরনের ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তী সরকার। এমনটা জানিয়েছেন সরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ‌ কোস্টগার্ডের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে একথা জানান তিনি। তিনি জানান, ছাত্র জনতার আন্দোলনের মাধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। সেই ধারাবাহিকতায় কোস্টগার্ড সদস্যরাও কাজ করে যাচ্ছে। কোস্টগার্ড নিয়মিত টহল দিয়ে সীমান্ত পাহারা দিচ্ছে। সাগর নদীতে মৎস্যজীবীদের নিরাপত্তায় সফলভাবে কাজ করে যাচ্ছে। সরাষ্ট্র উপদেষ্টা জানান, আন্দোলন পরবর্তী সময়ে কোস্টগার্ড সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। একইসাথে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত ধরতে অভিযানে অংশ নিয়ে গ্রেফতার করেছে। তিনি আরও জানান, কোস্টগার্ডকে আধুনিকায়নের সব ব্যবস্থা নিয়েছে সরকার। হেকিকপ্টার বোর্ড সংযুক্তির মাধ্যমে আরও আধুনিকায়নের কাজ চলছে। সমুদ্রসীমা সুরক্ষিত রাখতে কোস্টগার্ড সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি

ফেব্রুয়ারি 17, 2025 - 11:44
 0  2
কোস্টগার্ডের আধুনিকীকরণে সব ব্যবস্থা নিয়েছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow