২৬০০ লিটার বুকের দুধ দান করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করলেন মার্কিন নারী

যুক্তরাষ্ট্রের টেক্সাসের এক বাসিন্দা বুকের দুধ দান করে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন। প্রায় ২ হাজার ৬শ’ ৪৫ লিটার দানের মধ্য দিয়ে ছাড়িয়ে গেছেন নিজের পূর্বের রেকর্ড। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম টাইমস নাউ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, লিসা ওগলেট্রির সমান বুকের দুধ পৃথিবীর আর কেউ দান করেননি। এখন পর্যন্ত তিনি ২ হাজার ৬৪৫ লিটারের বেশি স্তন্য দুগ্ধ দান বিশ্ব রেকর্ড গড়েছেন। এর আগে, ২০১৪ সালে ওগলেট্রি ১ হাজার ৫৬৯ লিটার দুগ্ধ দান করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছিলেন। এবার তিনি নিজের কৃতিত্বকেই ছাড়িয়ে গেছেন। যে প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি দুধ দান করেন, নর্থ টেক্সাসের সেই ‘মাতৃদুগ্ধ ব্যাংকের’ তথ্য অনুযায়ী, এক লিটার বুকের দুধ অন্তত ১১টি অকাল শিশুকে বাঁচিয়ে রাখতে পারে। এই গণনার ওপর ভিত্তি করে অনুমান করা হচ্ছে, সংস্থাটিতে এখন পর্যন্ত ওগলেট্রি যে পরিমাণ দুধ দান করেছেন, তা সাড়ে তিন লাখ শিশুকে টিকে থাকতে সাহায্য করেছে। এখন পর্যন্ত ৩৭ হাজারের বেশি শিশুকে সরবরাহ করা হয়েছে ওগলেট্রির বুকের দুধ। এমন নিঃস্বার্থভাবে মাতৃদুগ্ধ বিলানোর বিষয়ে সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে প্রকাশিত একটি সাক্ষাৎকারে ওগলেট্রি বলেছিলেন, ‘আমার একটি বড় হৃদয় আছে, কিন্তু এত বেশি অর্থ নেই। ভালো কাজের জন্য তাই টাকা খরচ করতে পারি না। আমার একটি পরিবারও আছে। তবে দুগ্ধদানের মাধ্যমেই আমি প্রতিদান দিতে পারি।’

নভেম্বর 11, 2024 - 17:21
 0  5
২৬০০ লিটার বুকের দুধ দান করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করলেন মার্কিন নারী

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow