অন্তর্বর্তী সরকার দেশকে অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে: জি এম কাদের
অভয়নগর প্রতিবেদক —অন্তর্বর্তী সরকার দেশকে অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার পরিবর্তে অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। সোমবার (৩১ মার্চ) বনানীতে দলটির কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, দেশের বেশিরভাগ মানুষকে নির্বাচনের বাইরে রেখে ভোট আয়োজনের চেষ্টা ভালো হবে না। সরকারের এই অপচেষ্টাকে প্রতিহত করতে হবে। এ সময় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। পাশাপাশি জনগণকে ঈদের শুভেচ্ছা জানান তিনি।

আপনার অনুভূতি কী?






