অভয়নগরে এইচপিভি টিকাদান কর্মসূচির এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

অভয়নগর (যশোর) প্রতিনিধি; অভয়নগর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান কর্মসূচি বাস্তবায়নে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী। এসময় আলোচনায় অংশ নেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. আবুজার সিদ্দিকী, পৌর নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, অভয়নগর থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম, সিনিয়র শিক্ষক এসএম ফারুক আহমেদ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এএফএম ওয়াহিদুজ্জামান, ডা. আলীমুর রাজীব, ডা. খন্দকার মামুনুর রশীদ, মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) লাভলী আক্তার ও স্বাস্থ্য পরিদর্শক আনোয়ারা খাতুন। হাসপাতালসূত্রে জানা যায়, আগামী ২৪ অক্টোবর থেকে শুরু করে ১৮দিন ব্যাপী এই টিকাদান কর্মসূচিতে ১০-১৪বছর (৫ম শ্রেণি-৯ম শ্রেণি) বয়সী কিশোরীদের বিনামূল্যে এই এইচপিভি টিকা দেওয়া হবে। সভায় এই কর্মসূচি সফল করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

অক্টোবর 17, 2024 - 17:09
 0  6
অভয়নগরে এইচপিভি টিকাদান কর্মসূচির  এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow