অভয়নগরে খাবারে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করে বাসাবাড়ি লুট

নওয়াপাড়া অফিস যশোরের অভয়নগরে খাবারে চেতনা নাশক মিশিয়ে অজ্ঞান করে বাসাবাড়ির সর্বস্ব লুটে নিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার ধোপাদী (দক্ষিণপাড়া) গ্রামে নিতাই চন্দ্র দেবনাথ এর বাড়িতে বৃহস্পতিবার দিবাগত গভীর(২৫/৯/২৪) রাতে এ ঘটনা ঘটে। চেতনানাশকে অসুস্থ্য হয়ে ওই পরিবারের গৃহকর্তা এখনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রায়েছেন। নিতাই চন্দ্র দেবনাথের ছেলে জগবন্ধু দেবনাথ জানায়, দুর্বৃত্তরা কোন এক ফাঁকে রাতের খাবারে চেতনা নাশক মিশিয়ে রাখে। রাতে ওই খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে ঘরের তালা ভেঙ্গে তারা ঘরে ঢোকে। ঘরে ঢুকে তারা আরো বেশি অজ্ঞান করার জন্য চেতনা নাশক স্প্রে করে। পরে দুর্বৃত্তরা আলমারির তালা ভেঙ্গে নগদ ৭০ হাজার টাকা, স্বর্ণের গহনা সহ অনেক মালামাল লুটে নিয়ে যায়। খোয়া যাওয়া মালামালের সঠিক হিসাব তার কাছে নেই। তার পিতা সুস্থ্য না হওয়া পর্যন্ত হিসাব মেলাতে পারছেন না। সকালে প্রতিবেশিরা জানতে পেরে বাড়ির অচেতন লোকদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নিতাই চন্দ্র দেবনাথ এ রিপের্ট লেখা পর্যন্ত অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।এ ছাড়া পরিবাবের অন্যান্যরা সুস্থ্য হয়ে উঠেছেন। এ ঘটনার দুই দিন আগে ওই বাড়িতে গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা খাবারে চেতনা নাশক মেশানোর চেষ্টা করে। ওই রাতে রান্না ঘরে তরকারির মধ্যে চেতনা নাশক রেখে দেয়। গৃহকত্রী তরকারির কড়াইতে কাগজের ওপর চেতনানাশক পদার্থ দেখতে পায়। তিনি কাগজের টুকরো উঠিয়ে দেখেন তাতে কে যেন পাউডার রেখে গেছেন। তারা ওই খাবার ফেলে দেয়। ফেলে দেয়া খাবার বিড়ালে খেয়ে অচেতন হয়ে পড়ে। অভয়নগর থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল হাসান বলেন, ‘এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। তারপরও আমি বিষয়টি খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।

Sep 27, 2024 - 20:58
 0  7
অভয়নগরে খাবারে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করে বাসাবাড়ি লুট

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow