অভয়নগরে মাঠ পযার্য়ে অর্থনৈতিক শুমারি আজ থেকে শুরু চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত

ডেস্কঃ সারাদেশে অর্থনৈতিক শুমারি ২০২৩ প্রকল্প বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয় কর্তৃক অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মানে অংশ নিন "প্রতিপাদ্যে মাঠ পযার্য়ের কার্যক্রম শুরু হয়েছে। যার অংশ বিশেষ যশোরের অভয়নগর উপজেলার সকল ইউনিয়ন ও পৌর'র সকল ওয়ার্ডেও আজ থেকে এই গণনার কাজ করা হবে। গতকাল সোমবার অভয়নগর উপজেলা পরিসংখ্যান অফিসে পরিসংখ্যান কর্মকর্তার আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে ২০২৪-এর অর্থনৈতিক শুমারি গণনার কাজের উদ্বোধন হয়। যার মাধ্যদিয়ে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর'র ওয়ার্ডে এই গণনার কার্যক্রম শুরু করবে মাঠ কর্মীরা। আজ ১০ ডিসেম্বর এই গণনার কাজ চলবে আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত। তারই অংশ বিশেষ পৌর'র ৪নং ওয়ার্ড নওয়াপাড়ার তরফদার পাড়া, বৌ-বাজার, মডেল কলেজ, বেঙ্গল গেট এলাকায় মাঠ কর্মীদের একটি টিম পরিদর্শন করেছেন কাজের অগ্রগতি বৃদ্ধির বিষয়ে । এসময় সুপার ভাইজার মোঃ ইকরামুল হাসান ও সুপার ভাইজার মোঃ রবিউল ইসলাম, মাঠ কর্মী গণনাকারী এ'ডি আল আমিন, ইসরাত জাহান সাদিয়া, আল হেলাল শুভ ও আরিফা নাসরিন-সহ অন্যান্যরা বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কতৃক অর্থনৈতিক শুমারির গণনার কাজে সকলের সহযোগিতা প্রয়োজন এবং কোন তথ্য গোপন না রেখে নতুন বাংলাদেশ বিনির্মানে অংশ নিতে আহ্বান জানান। এতে কোন প্রকার বাঁধা বা তথ্য গোপন না রাখতে সকলের সহযোগিতা চেয়েছেন এই টিম। এবিষয়ে পরিসংখ্যান কর্মকর্তা ম্যাপ প্রস্তুতকারী জোনাল অফিসার (পরিসংখ্যান তদন্তকারী) মিলন ঘোষ বলেন, সরকারি নীতিগত গুরুত্বপূর্ণ ও মানুষের সেবার অগ্রগতি বৃদ্ধি করতে সরকারি ভাবে অর্থনৈতিক শুমারির কাজ সারাদেশে একযোগে শুরু হয়েছে। এই কাজে আমাদের জনবল তথ্য সংগ্রহের কাজ শুরু করবে, তাদেরকে সকলে সহযোগিতা করবেন। অবশ্য অর্থনৈতিক শুমারিতে প্রদত্ত তথ্যের গোপনীয়তা নিশ্চিত করা হবে। এছাড়াও অভয়নগর উপজেলার নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী বলেন, অর্থনৈতিক শুমারি গণনা সরকারের গুরুত্বপূর্ণ কাজ। তথ্য কালেকশন করা আর তথ্য প্রদান করা সকল নাগরিকের কর্তব্য। তিনি আরও বলেন, সরকারের নানা গুরুত্বপূর্ণ নীতিগত যে সকল জনবল এই তথ্য সংগ্রহ করবে তাদেরকে সুন্দর ভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা সর্বোচ্চ আন্তরিকতার সাথে তথ্য গুলো সংগ্রহ করবে এবং এই কাজের মাধ্যমেই অভয়নগর বাসী সরকারি সেবার আওতায় থাকবে। তাদেরকে এই তথ্যর মাধ্যমে নানারকম সেবার সুযোগ করে দিতে পারবো। মাঠ কর্মীদের সকলে সহযোগিতা করবে এমনটাই আশা-ব্যক্ত করেন ।

ডিসেম্বর 10, 2024 - 10:53
 0  16
অভয়নগরে মাঠ পযার্য়ে অর্থনৈতিক শুমারি আজ থেকে শুরু চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow