অভয়নগরে সেফটি ট্যাঙ্ক থেকে নারীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার: যশোরের অভয়নগরে নিখোঁজ সবিতা রানী দে (৪৮) নামের এক নারীর মরদেহ উদ্ধার করছে থানা পুলিশ। মঙ্গলবার সন্ধায় ভাটপাড়া গ্রামের প্রতিবেশি নিয়ামুলের সেফটি ট্যাঙ্ক থেকে এ লাশ উদ্ধার করা হয়। মৃত সবিতা রানীদে ওই গ্রামের মিলন কুমারের স্ত্রী। এলাকাবাসী ও পুলিশ জানায়, সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে গরুর খাবার সংগ্রহ করতে বাড়ির পাশের বাঁশ বাগানে যায়। এর পর থেকে সে নিখোঁজ হন।বিষয়টি দুপুরে স্থানীয় ভাটপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে জানালে পুলিশ মিলন কুমার দের বাড়িতে যায়। এসময় পুলিশ সন্দেহ জনক ভাবে এলাকায় খোজ করতে থাকে। এক পর্যায়ে প্রতিবেশি নিয়ামুলের পোল্ট্রি ফারমের পাশে বেশ কিছু আলামত দেখে পুলিশের সন্দেহ হয়। সেই সূত্র ধারে আশপাশে সবিতা রানীকে খোঁজ করতে থাকে। পরে নিয়ামুলের সেফটি ট্যাংক এর ভেত্তর থেকে সবিতা রানীর মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৈয়বুর রহমান জানান, এখানে শেয়ালের উপদ্রব আছে। না প্লোট্রি ফারমের মালিক তার ফারমে শেয়াল মারার জন্য বৈদ্যুতিক তার দিয়ে ফাঁদ পাতে। ওই ফাঁদে বিদুৎ স্পৃষ্ট হয়ে সবিতা রানীর মৃত্যু হয়। যা আমি আগেই সন্দেহ করে ছিলাম। পরে মরদেহ গুম করতে সেফটি ট্যাংকের ভেতর ফেলা হয়। অভয়নগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সুভ্রপ্রকাশ দাস বলেন, আমি খবর পেয়ে ঘটনা স্থলের যায়। সেখানে আমাদের ভাটপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ থাকে। আমি তাকে ঘটনা স্থলে পৌছে মরদেহ উদ্ধার করি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Sep 25, 2024 - 11:51
 0  6
অভয়নগরে সেফটি ট্যাঙ্ক থেকে নারীর মরদেহ উদ্ধার

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow