আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে উপদেষ্টা পরিষদের মাধ্যমে: রাশেদ খান

ঝিনাইদহ প্রতিনিধি—বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের দোসররা রয়েছেন বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। শনিবার সকালে ঝিনাইদহের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, "উপদেষ্টা পরিষদের দুই সদস্য আওয়ামী লীগের ডামি প্রার্থীদের পুনর্বাসনের চেষ্টা করছেন।" তিনি অভিযোগ করেন, “নতুন রাজনৈতিক দল গঠনের পেছনে যাঁরা রয়েছেন, তাঁরা ঢাকায় আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেও তৃণমূলে গিয়ে তাদেরই পুনর্বাসন করছেন।” রাশেদ খান বলেন, দেশ সংস্কারের আগে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা জরুরি, না হলে এ সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ থাকবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক রিহান হোসেন রায়হানসহ অন্যান্য নেতাকর্মীরা।

Apr 6, 2025 - 14:37
 0  3
আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে উপদেষ্টা পরিষদের মাধ্যমে: রাশেদ খান

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow