আগামীকাল শুরু মিরপুর টেস্ট, সাকিবের শূন্যতা পূরণ অধিনায়কের কাছে বেশ চ্যালেঞ্জিং

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মিরপুরে সোমবার (২১ অক্টোবর) মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। শেষ মূহুর্তের নাটকীয়তায় সাকিবকে ছাড়াই মিরপুর টেস্ট খেলতে হবে টাইগারদের। ঘরের মাঠে ভালো খেলার প্রত্যাশা জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে দলের কম্বিনেশন মেলানোকেই বড় চ্যালেঞ্জ হিসেবে মনে করছেন শান্ত। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানান বাংলাদেশ অধিনায়ক। শান্ত বলেন, সাকিব ভাই না থাকায় কম্বিনেশন মেলাতে সমস্যা আছে। আমার মনে হয় আরও বেশ কিছু দিন সময় লাগবে। এই মুহুর্তে তার মতো কোনো অপশন আমার হাতে নেই। তবে মিরাজ এই রোলটা প্লে করতে পারে, বিশেষ করে টেস্টে। এসময় সাদা পোশাকে সাকিবের বিদায়ী সংবর্ধনার অপূর্ণতাকে মনে করিয়ে দেন শান্ত। বলেন, বিশ্বের মধ্যে অন্যতম সেরা প্লেয়ার সে। তার বিদায়ী সংবর্ধনা বাকি থেকে গেল। শান্ত আরও যোগ করেন, আমি যেটা বললাম দুর্ভাগ্যজনক। এমনটা হবে ভাবিনি। তবে, টেস্ট ম্যাচের আগের দিন আমি এটা নিয়ে বেশি কিছু বলতে চাই না। আমরা খেলায় ফোকাস করতে চাই। আমরা সবাই জানিয়ে উনি এখান থেকে শেষ করতে পারলে খুব ভালো হতো। আমরা সবাই জানি কেন উনি এখানে আসতে পারছে না। আমরা নিজেদের সেরাটা যাতে দিতে পারি, সেটাই আমাদের ফোকাস সবশেষ ভারত সিরিজে বাজে ফলাফলের পর অধিনায়কের একটি বক্তব্য নিয়ে বেশ হইচই শুরু হয়। উইকেট সংক্রান্ত সেই বক্তব্যের রেশ ধরে শান্ত বলেন, আমি বলেছিলাম আমরা যেখানে প্র্যাকটিস করি সেসব উইকেট ভালো হওয়া জরুরি। পরবর্তীতে এই কথার ভুল ব্যাখ্যা করা হয়। আন্তর্জাতিক ক্রিকেটে আমাদের শক্তিমত্তা অনুযায়ীই উইকেট তৈরি করা হবে। সংবাদ সম্মেলনে সদ্য সাবেক কোচ হাথুরুর ব্যাপারেও কথা বলেন অধিনায়ক। হাথুরুসিংহের চাকরি যাওয়ার পিছনে নাসুম আহমেদকে থাপ্পড় মারার অভিযোগ অন্যতম কারণ। তবে এ বিষয়ে নাকি কিছুই জানেন না বলে উল্লেখ করেন জাতীয় দলের অধিনায়ক।

অক্টোবর 20, 2024 - 18:51
 0  2
আগামীকাল শুরু মিরপুর টেস্ট, সাকিবের শূন্যতা পূরণ অধিনায়কের কাছে বেশ চ্যালেঞ্জিং

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow