আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ।
যশোর প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন–শৃঙ্খলা, মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। যশোর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সোমবার সকালে উপজেলা কনফারেন্স হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান , সদর উপজেলার দায়িত্বরত মেজর নাবিল আহমেদ , থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পদক আনজারুল হক খোকন বাংলাদেশ জামায়াত ইসলামীর সদর উপজেলার আমির অধ্যাপক আশরাফ আলী, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান কল্লোল, সদর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা সমবায় অফিসার রনজিত দাশ,উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রিপন কুমার ঘোষ,সদর উপজেলা প্রকৌশলী আজিজুল হক,উপজেলা সমাজসেবা অফিসার আশিকুজ্জামান তুহিন, যুব উন্নয়ন কর্মকর্তা নির্মল কুমার হাজরা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফারুক হোসেন , অতিরিক্ত কৃষি অফিসার ইকরামুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের প্রকৌশলী এবিএম ফারুক হোসেন প্রমূখ। সদর উপজেলার পূজা উদযাপনের ভারপ্রাপ্ত সভাপতি গোবিন্দ ঘোষ, সাধারণ সম্পাদক রবিন কুমার পাল। সভায় উপজেলা নির্বাহী অফিসার উপজেলার ১৫৭ টি পূজা মন্দিরে সুষ্ঠুভাবে পূজা উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে সাবির্ক সহযোগিতার আশ্বাস দেন এবং সরকারি বরাদ্দকৃত ভোগ্যপণ্যগুলো সুষ্ঠুভাবে যাতে প্রত্যেক পূজা মন্দিরে বন্টন করা হয় সেক্ষেত্রে সহযোগিতা কামনা করেন।
আপনার অনুভূতি কী?