ইরানে ইসরায়েলি হামলার নিন্দা সৌদির

অবশেষে ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এ হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। শনিবার (২৬ অক্টোবর) এক প্রতিবেদনে গালফ নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ইরানের ‘সামরিক লক্ষ্যবস্তুতে’ ‘ইসরায়েলি’ হামলাকে ‘সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ অভিহিত করে নিন্দা জানিয়েছে সৌদি আরব। সৌদি আরব সব পক্ষকে ‘সর্বোচ্চ সংযম’ অনুশীলন করার আহ্বান জানিয়েছে। একইসাথে, আন্তর্জাতিক সম্প্রদায়কে উত্তেজনা হ্রাস এবং আঞ্চলিক সংঘাত অবসানের জন্য পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে। উল্লেখ্য, শনিবার (২৫ অক্টোবর) স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় রাজধানী তেহরানে শক্তিশালী কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানে ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ হামলা চালাচ্ছে তারা।

অক্টোবর 26, 2024 - 15:16
 0  3
ইরানে ইসরায়েলি হামলার নিন্দা সৌদির

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow