ঈদ সামনে রেখে বাড়তি দামে মিষ্টি বিক্রির অভিযোগ।

আমতলী( বরগুনা) প্রতিনিধি:—আমতলী পৌরসভার বাধঘাট চৌরাস্তা এলাকায় বিভিন্ন দোকানে ঈদ সামনে রেখে মিষ্টির কেজিতে ১০০-১২০টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেছেন সাধারন ক্রেতারা। বরগুনার আমতলী পৌরসভার বাঁধঘাট চৌরাস্তা এলাকার চারটি মিষ্টির দোকানে সরেজমিনে গিয়ে ক্রেতাদের সাথে কথা বলে বাাড়তি দামে মিষ্টি বিক্রির সত্যতা পাওয়া যায়। বাঁধঘাট চৌরাস্তা এলাকায় মুসলিম দধিঘর এন্ড মিষ্টান্ন ভাণ্ডারে কিনতে আসা ক্রেতা মোঃ সজিব বলেন , প্রতি কেজি মিষ্টি ৩২০ টাকা করে রাখছে যে মিষ্টি ঈদের আগে ২০০-২২০টাকা কেজি বিক্রি হতো। এখন ঈদের জন্য ১০০-১২০ টাকা বাড়তি দামে কিনতে হচ্ছে। মুসলিম দধিঘর এন্ড মিষ্টান্ন ভাণ্ডারের মালিক দেলোয়ার বলেন,দুধের দাম কেজিতে ৪০টাকা বাড়ছে তাই বাড়তি দামে বিক্রি করছি। এছাড়া বাঁধঘাট চৌরাস্তায় মায়ের দোয়া মিষ্টান্ন ভান্ডার,আল্লাহর রহমত,মুসলিম দধিঘর সহ কয়েকটি মিষ্টির দোকান ঘুরে ক্রেতাদের সাথে কথা বলে বাড়তি দামে বিক্রির বিষয়টি জানা গেছে। পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা রুমা বলেন,আগে দাম কম ছিলো ঈদ দেখে কেজিতে ১০০-১২০টাকা বাড়তিতে বিক্রি করছে। কি করব আমাদের তো বাঁধ্য হয়ে কিনতে হয়। আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ তারেক হাসান সহকারী কমিশনার ভূমি বলেন,বিষয়টি জেনেছি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Apr 1, 2025 - 14:34
 0  1
ঈদ সামনে রেখে বাড়তি দামে মিষ্টি বিক্রির অভিযোগ।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow