কক্সবাজারের নিখোঁজের ৮ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার

  জাওয়ান উদ্দিন কক্সবাজার প্রতিনিধি।।কক্সবাজারে নিখোঁজের ৮ ঘন্টা পর আল মুহাম্মুদ হক আহাদ (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।  বুধবার রাত ১টার দিকে শহরের কলাতলী ১২নং ওয়ার্ডের ডিসির পাহাড় এলাকার নিজ বাড়ির অদূরেই একটি খালি প্লটের ভেতর তার মরদেহ পাওয়া যায়। শিশুটি ওই এলাকার আনোয়ার হোসেনের পুত্র। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে প্রতিবেশী সুলতান মাসুদ জানান, গতকাল মঙ্গলবার বিকাল ৫টার শিশু আহাদ নিখোঁজ হয়। তারপর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা। একপর্যায়ে রাত ১টার দিকে বাড়ির পাশের সীমানা দেয়াল দিয়ে ঘেরা একটি খালি প্লটে শিশুটির নিথরদেহ পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মূলত হাসপাতালে নেয়ার  আগেই শিশু মারা যায় বলে জানান কর্তব্যরত চিকিৎসক

জানুয়ারি 8, 2025 - 14:02
 0  3
কক্সবাজারের নিখোঁজের ৮ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow