কর্মস্থলে পুনর্বহাল চান শেখ হাসিনার আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা
নিজস্ব প্রতিবেদক ঢাকা।। বিগত স্বৈরাচারী সরকারের আমলে অবৈধভাবে চাকরিচ্যুত হওয়া পুলিশ সদস্যরা পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। তাদের সঙ্গে এ কর্মসূচিতে যোগ দেন পরিবারের সদস্যরাও। বুধবার (২৯ জানুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে পুলিশ হেডকোয়ার্টারের সামনে অবস্থান নেন তারা। জানান, অন্যায়ভাবে প্রায় ২২০০ পুলিশ সদস্যকে চাকুরিচ্যুত করে শেখ হাসিনা সরকার। এর মাধ্যমে পুলিশ বাহিনীর নিম্নপদস্থ কর্মচারীদের মনে চাকরি হারানোর আতঙ্ক সৃষ্টি করা হয়। ফলস্বরূপ জুলাই-আগস্ট বিপ্লবে পুলিশ বাহিনীর কিছু সদস্য চাকরি বাঁচাতে অনিচ্ছা স্বত্ত্বেও গণহত্যার মতো অপরাধ করতে বাধ্য হয়। এছাড়াও অবস্থানরতরা অভিযোগ করেন, যারা অন্যায়ের বিরুদ্ধে সোস্যাল মিডিয়া ফেসবুকে কমেন্ট করেছেন তাদেরকেও চাকুরিচ্যুত করা হয়
![কর্মস্থলে পুনর্বহাল চান শেখ হাসিনার আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা](https://dainikabhaynagar.com/uploads/images/202501/image_870x_679a0f211021a.jpg)
আপনার অনুভূতি কী?
![like](https://dainikabhaynagar.com/assets/img/reactions/like.png)
![dislike](https://dainikabhaynagar.com/assets/img/reactions/dislike.png)
![love](https://dainikabhaynagar.com/assets/img/reactions/love.png)
![funny](https://dainikabhaynagar.com/assets/img/reactions/funny.png)
![angry](https://dainikabhaynagar.com/assets/img/reactions/angry.png)
![sad](https://dainikabhaynagar.com/assets/img/reactions/sad.png)
![wow](https://dainikabhaynagar.com/assets/img/reactions/wow.png)