কিছুটা কমলেও সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না ডিম

ভোক্তা অধিকারের কঠোর হুঁশিয়ারির পর বাজারে ডিমের দাম কিছুটা কমেছে। তবে সরকারের বেঁধে দেয়া নির্ধারিত মূল্যেও ডিম বিক্রি হচ্ছে না। আজ বুধবার (১৬ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এই চিত্রের দেখা মিলেছে। সরেজমিন দেখা গেছে, রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৬০ টাকা দরে। এতে প্রতি পিসের দাম পড়ছে ১৩ টাকা ৩৫ পয়সা। যদিও সরকার খুচরা পর্যায়ে দাম বেধে দিয়েছিল ১১ টাকা ৮৭ পয়সা। গত ২ দিন রাজধানীসহ বিভিন্ন জেলায় ডিমের আড়ত বন্ধ রাখে ব্যবসায়ীরা। গতরাত থেকে আবার সচল হলে জমে ওঠে তেজগাঁও এর আড়ত। ফলে রাজধানীতে ডিমের যোগান স্বাভাবিক হয়ে উঠেছে। দোকানীরা দাবি করেছেন, সরকারের কঠোর অবস্থানের কারণে খুচরা পর্যায়ে দাম কমে আসতে শুরু করেছে। তাদের মতে মধ্যসত্বভোগীদের তদারকির আওতায় আনতে পারলে বাজার স্থিতিশীল হয়ে আসবে। এদিকে উত্তরের জেলাগুলোতে খামার পর্যায়ে প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে ১৩ টাকা ২৫ পয়সা দরে।

অক্টোবর 16, 2024 - 12:58
 0  6
কিছুটা কমলেও সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না ডিম

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow