কিয়েভে রাশিয়ার হামলা, পাল্টা আক্রমণ ইউক্রেনের

ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত দুটি শহর ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বলে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আল জাজিরার। ইউক্রেনীয় টার্গেটে চালানো সব হামলাই সফল হয়েছে বলে দাবি করছে রাশিয়া। বলা হচ্ছে, হাই প্রিসিশন কমব্যাট ড্রোন ব্যবহার করে চালানো হয়েছে হামলা। বিধ্বস্ত হয়েছে বেশ কয়েকটি সামরিক বিমানবন্দর ও অস্ত্রাগার। অন্যদিকে, রাশিয়ার জ্বালানী ডিপো ধ্বংসের দাবি করছে ইউক্রেনও। স্মোলেন্সক্ অঞ্চলে ডিপোটিকে লক্ষ্য করে চালানো হয় বিমান হামলা। ঘটে ব্যাপক বিস্ফোরণ। ধরে যায় আগুনও। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানান, রাশিয়ার আক্রমণ প্রতিহত করেছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ধ্বংসাবশেষ থেকে ব্যক্তিগত ভবনগুলোতে আগুন ছড়িয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী বলছে, গত বছর রাশিয়ার প্রায় ১৩শ’ মিসাইল, ১১ হাজারের বেশি ড্রোন ও প্রায় অর্ধশত যুদ্ধবিমান ধ্বংস করেছে তারা।

জানুয়ারি 1, 2025 - 18:45
 0  4
কিয়েভে রাশিয়ার হামলা, পাল্টা আক্রমণ ইউক্রেনের

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow